সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি। আসন্ন এশিয়া কাপের টিমেও জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের! সেই ব্রাত্যই থেকে যান তিনি। যার পর দেশের ক্রিকেটমহল প্রবল রুষ্ট। আর শ্রেয়স নিজে কী ভাবছেন? এশিয়া কাপ শুরুর তিনদিন আগে ‘বঞ্চনা’ নিয়ে মুখ খুললেন তিনি।
শ্রেয়স বলছেন, “বিষয়টা খুবই হতাশাজনক। যখন আপনি জানেন যে, আপনি দলে থাকার যোগ্য, প্রথম একাদশে থাকারও যোগ্য। সেটা বুঝতে পারলে আরও বিরক্ত লাগে। কিন্তু একই সঙ্গে এটাও মনে করি, আমারই মতো আরেকজন কেউ পারফর্ম করছে। ধারাবাহিকভাবে ভালো খেলেছে দলকে সাহায্য করছে। তাঁদের পাশে থাকা উচিত। আর আসল উদ্দেশ্য হল, দলের জয়। যখন দল জিতছে, তখন সবাই খুশি।”
তাঁর আরও সংযোজন, “আমি নিজের প্রতি সৎ থাকতে চাই। যদি আপনি দলে সুযোগ নাও পান, তবু নীতিগতভাবে কাজ চালিয়ে যেতে হবে। কেউ একজন দেখছেন, তখন আপনি পরিশ্রম করছেন, এরকম যেন না হয়। যখন কেউ আপনাকে দেখছে না, তখনও আপনাকে কাজ করে যেতে হবে।” সেটা কি গম্ভীরকে কটাক্ষ করেই বললেন? কারণ অনেকের মতে, ভারতীয় কোচ গৌতম গম্ভীরও মুম্বইকরকে এশিয়া কাপের দলে নিতে বিশেষ ইচ্ছুক ছিলেন না।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন তিনি। সৈয়দ মুস্তাক আলিতে গত বছর ৯ ম্যাচের ৮ ইনিংসে ৩৪৫ রান করেছেন শ্রেয়স। ব্যাটিং গড় ৪৯.২৮। একটা সেঞ্চুরি, একটা হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৮৮.৫২। বিজয় হাজারেতে ৫ ম্যাচের ৫ ইনিংসে রান ৩২৫। দু’টো সেঞ্চুরি সহ গড় ব্যাটিং গড় ৩২৫! রনজি ট্রফিতে খেলেছেন ৫ ম্যাচ। তাতে সাত ইনিংসে রান ৪৮০। গড় ৬৮.৫৭। তারপরও ভারতীয় দলে জায়গা করে নিতে হলে আর ঠিক কী করতে হত শ্রেয়সকে?