সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিহারের ভোটার তালিকা নিয়ে। এবার প্রথমবারের এক ভোটারের বয়স দেখানো হল ১২৪ বছর! গোটা ঘটনায় হতবাগ হয়ে তিনি বলেন, “আমাকে ঠাকুমা বানিয়ে দেওয়া হয়েছে।”
মহিলার নাম মিনতা দেবী। বয়স ৩৫ বছর। বিহারের সিওয়ান শহরের দারুন্ডা বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবে তিনি নিজের নাম নিবন্ধিত করেছিলেন। কিন্তু খসড়া ভোটার তালিকায় তাঁর বয়স দেখানো হয়েছে ১২৪ বছর। অর্থাৎ বিশ্বের সবথেকে প্রবীণ ব্যক্তি ১১৫ বছরের ইথেল ক্যাথেরহ্যামের থেকেও ৯ বছরের বড় তিনি। মিনতা দেবী বলেন, “৩৫ বছর বয়সে আমি ভোটার হওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছিলাম। এর আগে বহুবার আবেদন করলেও কোনও অজ্ঞাত কারণে তালিকায় আমার নাম ওঠেনি। কিন্তু কোনওভাবে আমার নাম ভোটার তালিকায় স্থান পায়নি। তবে এবার আমার নাম উঠেছে। কিন্তু নির্বাচন কমিশন আমাকে ঠাকুমা বানিয়ে দিয়েছে। আমার জন্মসাল ১৯৯০। সমস্ত নথিতে তাই আছে। কিন্তু খসড়া ভোটার তালিকায় তা ১৯০০ লেখা হয়েছে।” যদিও স্থানীয় প্রশাসন এই ভুলটি স্বীকার করে নিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিনতা দেবীর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে।
এসআইআর ইস্যুতে সোমবার কমিশন ঘেরাও কর্মসূচির পর মঙ্গলবারও বিরোধীরা সংসদের বাইরে ধর্নায় বসেন। তখনই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁরা। ধর্নায় নজর কাড়ে প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস সাংসদদের টি-শার্টে আঁকা মিনতা দেবীর মুখ এবং তাঁর নাম। আর টি-শার্টের পিছনে লেখা ‘১২৪ নট আউট।’ এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেন, “নির্বাচন কমিশনের ব্যর্থতা স্পষ্ট। রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের দপ্তর বিজেপি পরিচালিত একটি অফিসে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, মিনতা দেবী প্রথমবারে ভোটার, কিন্তু তাঁর বয়স দেখানো হয়েছে ১২৪ বছর। আমরা বিষয়টি নিয়ে আলোচনা চাই।” তিনি আরও বলেন, “বিহারের খসড়া ভোটার তালিকা আসলে জাল ভোটারে ভরা। তারই প্রতিবাদে এই টি-শার্ট।”