প্রতিবেশীর পরিচয়পত্র চুরি করে জাল ভোটার-আধার কার্ড, বাগদায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী

প্রতিবেশীর পরিচয়পত্র চুরি করে জাল ভোটার-আধার কার্ড, বাগদায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চোরাপথে সীমান্ত পেরিয়ে এদেশে এসে বাস করছিলেন এক ব্যক্তি। ভারতের বৈধ নাগরিকের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড চুরি করে নিজের জাল পরিচয়পত্রও তৈরি হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ে গেল বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম বাসুদেব ঘরামি। সোমবার রাতে তাঁকে বাগদা থানার পুরদাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে ভারতে আসেন বাসুদেব। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুরদাহ এলাকায় তিনি থাকতে শুরু করেন। এলাকারই বাসিন্দা প্রতিবেশী গণেশ ঘরামির সমস্ত নথিপত্র কোনওভাবে সংগ্রহ করেছিলেন তিনি। নাম, ঠিকানা সব এক রাখা হয়। কেবল ছবির জায়গায় নিজের ছবি ব্যবহার করেছিলেন বাসুদেব। এভাবেই দিব্য চলছিল সব কিছু।

কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। একই এলাকায় দুজনের বসবাস বলে, বাসুদেবের নামে কোনও কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গণেশ ঘরামির বাড়িতে। বেশ কয়েক বার ঘটা এই ঘটনায় সন্দেহ হয় গণেশ ঘরামির। নথিপত্র চেক করতে গিয়ে গণেশ জানতে পারেন ওই নকল করার বিষয়টি। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গতকাল রাতে এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে যায় আসল তথ্য।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি বাংলাদেশের ঝিকারগাছা এলাকায়। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তিনি এখানে থাকছিলেন। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কোথা থেকে এই জাল কাগজপত্র তিনি বানিয়েছিলেন? সেসব জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *