সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার নিত্য-নতুন সব ফাঁদ তৈরি হচ্ছে দেশ জুড়ে। অনলাইন পেমেন্ট অ্যাপ থেকে শুরু করে ক্রেডিট কার্ড, কোনও কিছুই নিরাপদ নয়। সাইবার হানার শিকার হতে পারেন যে কেউ। আর এবার নতুন পন্থা। ই-সিম স্ক্যামে সব হারাতে পারেন দেশের যে কোনও মোবাইল ব্যবহারকারী। এই নিয়েই সতর্ক করে বার্তা দিল কেন্দ্রের সরকার। সাইবার অপরাধে নয়া সংযোজন ই-স্কিম স্ক্যাম। এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না কোনও রকমের ওটিপি কিংবা এটিএম সংক্রান্ত তথ্য জানার। শুধুমাত্র একটি ক্লিকেই জালিয়াতদের হাতে পৌঁছে যাচ্ছে গ্রাহকদের সমস্ত তথ্য। এমন একাধিক অভিযোগ সম্প্রতি সামনে এসেছে। এরপরেই দেশের নাগরিকদের সতর্ক করে বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।
কিন্তু কীভাবে কাজ করছে জালিয়াতরা? ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)-এর একটি রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন প্রজন্মের মানুষকে নিশানা করা হচ্ছে। ফোন করে গ্রাহকদের ই-সিম অ্যাক্টিভেট করার কথা বলছে জালিয়াতরা। ফোনে পাঠানো হচ্ছে একটি অ্যাক্টিভেশন লিঙ্কও। আর তাতে ক্লিক করলেই ‘কেল্লাফতে’ জালিয়াতদের।
ওই রিপোর্ট অনুযায়ী, জালিয়াতদের পাঠানো লিঙ্কে ক্লিক করলেই নিজে থেকেই ফিজিক্যাল সিম ই-সিমে কনভার্ট হয়ে যাচ্ছে। আর তা হওয়ার সঙ্গে সঙ্গে ফোনে উড়ে যাচ্ছে নেটওয়ার্ক! ফোনের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে জালিয়াতদের হাতে। এমনকী ব্যাঙ্কের ওটিপি থেকে শুরু করে সমস্ত গোপন তথ্যও সাইবার অপরাধীদের কাছে চলে যেতে পারে খুব সহজেই। আর তা ব্যবহার করে গ্রাহকদের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। কিন্তু ই-সিম আসলে কী? তথ্য বলছে, ই-সিম হল embeded SIM। মূলত স্মার্টফোনে থাকা সাধারণ সিমের ডিজিটাল ভার্সান। স্মার্টফোন কিংবা স্মার্ট ওয়াচের মধ্যে ডিরেক্ট বিল্ড অর্থাৎ সংশ্লিষ্ট ডিভাইসে এই ই-সিম লুকিয়ে থাকে। এটি বের করা যায় না।
কীভাবে নয়া এই ফাঁদ থেকে বাঁচবেন? ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই বিষয়ে সতর্ক করে জানাচ্ছে, ভুলেও সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করবেন না। ফোন নিয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে। এরপরেও হঠাৎ ফোনে নেটওয়ার্ক উড়ে গেলে সঙ্গে সঙ্গে গ্রাহকরা যাতে ব্যাঙ্ক কিংবা মোবাইল সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করেন, সেই বার্তাও দেওয়া হয়েছে ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফে।