সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকের অরিজনের পোর্টল্যান্ড শহরের অভিবাসন এবং শুল্ক দপ্তরে হামলা চালাচ্ছে উগ্র বামপন্থী ‘জঙ্গিরা’। এমনই অভিযোগ তুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই গোটা পোর্টল্যান্ডজুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। অরিজনের ডেমোক্র্যাটিক গভর্নর টিনা কোটেক মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা করেছেনে। জানিয়েছেন, পোর্টল্যান্ডে কোনও হিংসা ছড়ায়নি। সর্বত্র বজায় রয়েছে শান্তি। ট্রাম্প তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন।
শনিবার ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডকে রক্ষার জন্য আমি প্রতিরক্ষামন্ত্রককে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছি। মার্কিন অভিবাসন এবং শুল্ক বিভাগকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল। শুধু তাই নয়, প্রয়োজনে সেখানে পূর্ণ ক্ষমতা প্রয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।’ তাঁর অভিযোগ, অ্যান্টিফা-সহ দেশের বিভিন্ন ‘বামপন্থী জঙ্গিরা’ শহরে হামলা চালাচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ট্রাম্প আনুষ্ঠানিকভাবে অ্যান্টিফাকে একটি ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, মার্কিন সরকারকে অ্যান্টিফার কার্যক্রমের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পোর্টল্যান্ডের ডেমোক্র্যাট মেয়র কিথ উইলসন বলেন, “শহরে সেনা নামানের কোনও প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট এখানে কোনও অনাচার বা সহিংসতা খুঁজে পাবেন না। যদি না ইচ্ছাকৃতভাবে তিনি এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করেন।”