পূর্ব মেদিনীপুরে জমজমাট ‘কবিতা উৎসব’, দিঘায় দোল উৎসবের ব্যানারের উদ্বোধন

পূর্ব মেদিনীপুরে জমজমাট ‘কবিতা উৎসব’, দিঘায় দোল উৎসবের ব্যানারের উদ্বোধন

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


স্টাফ রিপোর্টার, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের সহযোগিতায় “কবিতা উৎসব ২০২৫” অনুষ্ঠিত হল সোমবার। জেলার প্রায় ৫০ জন কবি কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গির বাদশা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন রামনগর ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ, প্রেস ক্লাবের সভাপতি সুজিত ভৌমিক, সম্পাদক রঞ্জন মহাপাত্র, সহ-সভাপতি নরেশচন্দ্র দাস, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ প্রমুখ।

এদিন বৃক্ষে জলদানের মাধ্যমে কবিতা উৎসবের সূচনা হয়। এরপর কবি দেবাশিস প্রধান, দীপক হোতা, আবু রাইহান, শ্যামল রক্ষিত, সোমা প্রধান, সুনীতা রায় প্রধান প্রমুখের উপস্থিত জমে ওঠে কবিতা উৎসব। কবিতা উৎসবের মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব আয়োজিত দিঘা সৈকতের দোল উৎসবের ব্যানার ও ফোল্ডার উদ্বোধন হয়।

এবার দোলের দিনে সৈকতশহরে থাকছে বিশেষ আকর্ষণ “সৈকতে দোল উৎসব”। ক্যালেন্ডার অনুযায়ী উৎসব পড়েছে শুক্রবার, ১৪ মার্চ। সঙ্গে যোগ হচ্ছে সপ্তাহান্তের ছুটিও। ফলে পর্যটকেরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে চলেছেন। সেই সময় নিউ দিঘার  ‘সৈকতে দোল উৎসব’ ছুটির আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যা আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব। ‘সৈকতে দোল উৎসবে’ সকালে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে থাকবে মুম্বইয়ের শিল্পীদের সঙ্গীতের আসর।

২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব দিঘায় নতুন ভবন পায়। তারপর থেকে একের পর সমাজসেবা মূলক কাজ করে চলেছে প্রেস ক্লাব সংগঠনটি। কবিতা উৎসবের পরে প্রথমবার দিঘায় দোল উৎসবের আয়োজন করেছে তারা। যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *