সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস দুর্ঘটনায় ১০ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব বর্ধমানের বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের ১ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা জানান বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা চক্রের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
আনুমানিক সকাল ৭টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। অভিশপ্ত বাসটি তারকেশ্বর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের উপর ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাসটি। জানা গিয়েছে, ধাক্বায় বাসের সামনের দিকের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। সবাই বিহারের বাসিন্দা। পুজো দিতেই সবাই বাংলায় এসেছিলেন বলে খবর। ফেরার সময়েই এই দুর্ঘটনা। স্থানীয় মানুষজনের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কের উপরেই লরিগুলি বিপদজনকভাবে দাঁড়িয়ে থাকে। এই বিষয়ে পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ এলাকার মানুষের। এদিন সকালেও একইভাবে ওই লরি দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিছনে থেকে ধাক্কা মারে সেটিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের পর তীব্র যানজট তৈরি হয়। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।