হেমন্ত মৈথিল, লখনউ: উদ্বোধন হতে চলেছে গোরখপুর লিংক এক্সপ্রেসওয়ের। ৯১.৩৫ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের এক্সপ্রেসওয়ের উদ্বোধন শুক্রবার। উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটি গোরক্ষপুরের জৈতপুরের NH-27 থেকে শুরু হয়ে আজমগড়ের সালারপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়েছে।
৭২৮৩.২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েটি গোরক্ষপুর, সন্ত কবীর নগর, আম্বেদকর নগর এবং আজমগড়- এই চারটি জেলার উপর দিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, এটি স্থানীয় পরিবহনে বিপ্লব আনবে। যেমন গোরক্ষপুরের দক্ষিণাচলে যেতে সময় এক ঘণ্টা থেকে কমে ২০-২৫ মিনিটে নেমে আসবে। এছাড়াও এটি গোরক্ষপুর থেকে লখনউ, এমনকী দিল্লি পর্যন্ত যাতায়াতের সময় উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেবে। এর ফলে পরিবহণ ব্যবস্থা আরও দ্রুত ও নিরাপদ হবে। মুখ্যমন্ত্রী নিজে এই এক্সপ্রেসওয়েতে প্রায় ৮৬ কিলোমিটার পথ ভ্রমণ করে এর উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।