পুলিশের খাবারের জন্যই খরচ ২ কোটি! বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ পাক বোর্ড

পুলিশের খাবারের জন্যই খরচ ২ কোটি! বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ পাক বোর্ড

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতির অভিযোগে জেরবার পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সেদেশের অডিটর জেনারেলের এক প্রতিবেদনে আরও কয়েক দফা জোরাল অভিযোগের কথা উঠেছে। সেখানে পিসিবি’র কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির কথা প্রকাশ করা হয়েছে।

সেই অডিট রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের খাবারের জন্যই কেবল খরচ করা হয়েছিল ৬৩.৩৯ কোটি পাকিস্তানি রুপি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৯২ লক্ষ টাকা। তাদের দুর্নীতির বহর এখানেই শেষ নয়। করাচির হাই পারফরম্যান্স সেন্টারে অনূর্ধ্ব-১৬-র তিন কোচকে মোট ৫.৪ পাকিস্তানি রুপি বেতনে অবৈধভাবে নিয়োগ করারও অভিযোগ উঠেছে।

২০২২ সালের ডিসেম্বরে পিসিবি’র চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন প্রাক্তন টেস্ট অধিনায়ক রমিজ রাজা। এর পর থেকে পিসিবি’তে তিনজন চেয়ারম্যানকে দেখা গিয়েছে। তাঁরা যথাক্রমে নাজাম শেঠি, জাকা আশরাফ, মহসিন নকভি। যদিও এই ত্রয়ীর আমলে পিসিবি নিয়ে নানান অভিযোগ প্রকাশ্যে এসেছিল।

এবার ওই রিপোর্ট অনুসারে, ম্যাচ অফিসিয়ালদের ম্যাচ ফি বাবদ নাকি ৩.৮ মিলিয়ন পাকিস্তানি অতিরিক্ত দেওয়া হয়েছে। তাছাড়া মিডিয়া ডিরেক্টরকে প্রতি মাসে ৯০০,০০০ টাকা নয়ছয়েরও অভিযোগ উঠেছে। এমনকী ইউটিলিটি চার্জ, পুলিশ এবং আবাসন বাবদ চেয়ারম্যানকে ৪.১৭ কোটি টাকা অর্থ প্রদানের কথাও বলা হয়েছে সেখানে। পিসিবি’র বিরুদ্ধে এমন অভিযোগ কিন্তু প্রথমবার নয়। তাদের বিরুদ্ধে বহুবারই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও এর জন্য কোনও চেয়ারম্যানকেই কোনও শোকজ করা হয়নি। বাস্তবে নাজাম শেঠি এবং জাকা আশরাফ উভয়ই বোর্ডে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *