পুলিশের উর্দি চুরি করে তোলাবাজি! কসবায় আটক সিভিক ভলান্টিয়ার

পুলিশের উর্দি চুরি করে তোলাবাজি! কসবায় আটক সিভিক ভলান্টিয়ার

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


অর্ণব আইচ: একে তো পুলিশের উর্দি চুরি। তার উপর আবার ওই পোশাকে তোলাবাজির অভিযোগ। তার জেরে আটক সিভিক ভলান্টিয়ার নীরজ সিং। কসবা থানার পুলিশ আটক করেছে তাকে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার স্থানীয় বাসিন্দারা ১০০ নম্বরে ফোন করেন। তাঁরা জানান, ওই এলাকায় কনস্টেবলের উর্দি পরে এক সিভিক ভলান্টিয়ার তোলাবাজি করছেন। সেই অনুযায়ী পুলিশ ওই এলাকায় হানা দেয়। নীরজ সিং নামে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করা হয়। জানা গিয়েছে, ধৃত প্রগতি ময়দান থানায় কর্মরত। আটক করার সময় মদ্যপ ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। ধৃতের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি তোলাবাজির অভিযোগ ওঠে আরও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে। সিভিক ভলান্টিয়ার যখন বেআইনিভাবে টাকা তুলছিলেন, সেই সময় আবার পুলিশের গাড়িতে বসেছিলেন বরানগর থানার আধিকারিকরা। গোটা ঘটনায় পিঙ্কু মিত্র নামে এক সমাজকর্মী ক্যামেরাবন্দি করেন। তাঁর সঙ্গে সিভিক ভলান্টিয়ারের বচসা বেঁধে যায়। একসময়ে কান্নাকাটি জুড়ে দেন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁকে কান ধরে ওঠবস করতেও দেখা যায়। সবশেষে সিভিক ভলান্টিয়ার ক্ষমাও চেয়ে নেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় গোটা ঘটনাটি। নড়েচড়ে বসে বারাকপুর পুলিশ কমিশনারেট। ওই সিভিক ভলান্টিয়ার এবং বরানগর থানার এক এএসআইকে ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারেন তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *