সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশমন্ত্রী জয়শংকরকে আক্রমণ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। পাঁচ বছরে প্রথমবার চিন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী। মঙ্গলবার তিনি বৈঠকে বসেছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। আর এই পরিপ্রেক্ষিতে রাহুলের খোঁচা, পুরোদস্তুর সার্কাস চালাচ্ছেন তিনি। দেশের বিদেশ নীতিকে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমার ধারণা চিনা বিদেশমন্ত্রী এসে মোদির প্রশংসা করেছেন সাম্প্রতিক ভারত-চিন জোটের উন্নতির জন্য। বিদেশমন্ত্রী ভারতের বিদেশ নীতিকে ধ্বংস করতে পুরোদস্তুর সার্কাস চালাচ্ছেন।’ তাঁর পাশাপাশি কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশও খোঁচা দিয়েছেন ‘অপারেশন সিঁদুর’-এ চিনের পাকিস্তানের পাশে দাঁড়ানো নিয়ে।
প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘাতের পর প্রথম চিন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। তবে গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল পর্যায়ে হলেও দুই দেশের কূটনৈতিক সংঘাত এখনও জারি। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছিল চিন। শুধু তাই নয়, দলাই লামা ইস্যুতেও টানাপোড়েন চলছে দুই দেশের। এই উত্তপ্ত সময়েই জয়শংকরের এই চিন সফর কূটনৈতিক আতসকাচের নিচে।
বেজিংয়ে গিয়ে ভারত-চিন সহযোগিতার বার্তা শোনা গিয়েছে জয়শংকরের কণ্ঠে। সোমবার বেজিংয়ে পা রেখে বিদেশমন্ত্রী বলেন, ‘‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। এই কঠিন সময়ে ভারত ও চিনের মধ্যে আলোচনা ও দৃষ্টিভঙ্গির উন্মুক্ত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় এই ধরনের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’