পুরনো গাড়ি বাতিলের বিরোধিতা-সহ ৫ দফা দাবি, চলতি মাসে তিনদিন বাস ধর্মঘটের ডাক

পুরনো গাড়ি বাতিলের বিরোধিতা-সহ ৫ দফা দাবি, চলতি মাসে তিনদিন বাস ধর্মঘটের ডাক

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


নব্যেন্দু হাজরা: পাঁচদফা দাবিতে চলতি মাসেই তিনদিন বাস ধর্মঘটের ডাক বাসমালিক সংগঠনের। আগামী ২২, ২৩ এবং ২৪ মে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ বাঁচাও কমিটি। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের তরফে একথা জানানো হয়েছে। পাঁচ দফা দাবিতে এই তিনদিন বেসরকারি বাস পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা।

কী দাবি তাঁদের? বাসমালিকরা জানাচ্ছেন, ১৫ বছরের পুরনো বাস এখনই বাতিল করা যাবে না। যেহেতু কোভিডের সময় দু’বছর বাস চলেনি, তাই সরকারের কাছে সেই দু’বছর বয়সসীমা বাড়াতে হবে। তাছাড়া পুলিশি জুলুম, ইচ্ছামতো টোল ট্যাক্স আদায় করা, ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ নানা সমস্যা রয়েছে। এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, আগামী ২০ মে’র মধ্যে আবেদনে সাড়া না দিলে তার পর অর্থাৎ আগামী ২২, ২৩ এবং ২৪ তারিখ বন্ধ থাকবে বেসরকারি বাস পরিষেবা।

ধর্মঘটের ডাক দেওয়া পাঁচটি সংগঠনের মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন। পরিবহণ বাঁচাও কমিটির তরফে তপন বন্দ্যোপাধ্যায়, প্রদীপনারায়ণ বোস, সুরজিৎ সাহাদের বক্তব্য, ”আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য অপেক্ষা করব। তিনি যদি সদর্থক পদক্ষেপ না করেন, তা হলে আমরা আমাদের ঘোষিত সিদ্ধান্তে টানা ৭২ ঘণ্টা ধর্মঘটে যাব।” এর জেরে নিত্যযাত্রীরা বড়সড় সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। তাঁরা চাইছেন, সরকার দ্রুত পদক্ষেপ করুক যাতে ধর্মঘট প্রত্যাহার করে নেন বাসমালিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *