‘পুতুল নেবে গো, পুতুল…’, কলকাতার শিশু সংগ্রহশালায় এল ৪৯টি চিনা পুতুল

‘পুতুল নেবে গো, পুতুল…’, কলকাতার শিশু সংগ্রহশালায় এল ৪৯টি চিনা পুতুল

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


নিরুফা খাতুন: কলকাতার পুতুলঘরে হাজির নয়া অতিথি। একটি বা দু’টি নয়, চার ডজনেরও বেশি রংবেরঙ পুতুলের ঠিকানা এখন নেহরু চিল্ড্রেন্স মিউজিয়াম। প্রায় দু’যুগ পর সুদূর চিন থেকে এসেছে উপহার। কলকাতায় এই পুতুল সংগ্রহশালা শিশুদের কাছে অন‌্যতম আকর্ষণীয় স্থান।

দেশ-বিদেশের নানা ধরনের পুতুল রয়েছে এই সংগ্রহশালায়। মোট ১১০০টি পুতুল রয়েছে। ৯৬টি রাষ্ট্র থেকে এই পুতুলগুলি উপহার হিসাবে পাঠানো হয়েছে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটানের পুতুল যেমন রয়েছে, তেমনই সংগ্রহের তালিকায় রয়েছে চেকোশ্লোভাকিয়া, বলিভিয়া, রাশিয়া, ফিলিপিন্স, জার্মানি, আমেরিকা, জাপানের মতো দেশের পুতুল।

বিদেশি পুতুলদের সেই  ঘর দেখতেই সারা বছর এখানে কচিকাঁচাদের আনাগোনা লেগে  থাকে। সম্প্রতি, চিন থেকে ৪৯টি পুতুল এসেছে এই সংগ্রহশালায়। দীর্ঘ ২২ বছর পর চিন ফের  উপহার পাঠাল। সংগ্রহশালার অধিকর্তা সুদীপ শ্রীমল জানান, বহুবছর পর চিন থেকে পুতুল এসেছে। একসঙ্গে ৪৯টি পুতুল পাঠিয়েছে শি জিনপিং সরকার। এর আগেও চিন পুতুল পাঠিয়েছিল। কিন্তু এত সংখ‌্যক পুতুল একসঙ্গে এই প্রথম।

এ পর্যন্ত এই সংগ্রহশালায় সবচেয়ে বেশি পুতুল উপহার দিয়েছে জাপান ও আমেরিকা। এখনও ওই দুই দেশ থেকে বেশি উপহার আসে। এখানকার অধিকর্তা জানিয়েছেন, প্রতি বছরই বিভিন্ন দেশকে পুতুল চেয়ে চিঠি পাঠানো হয়। চিনা কনস্যুলেট জেনারেলকেও চিঠি পাঠানো হয়েছিল। অবশেষে এবার তারা সাড়া দিয়েছে। সংগ্রহশালার দোতলায় উঠলে সামনেই নজর কাড়বে চাইনিজ সুন্দরী পুতুলের সারি। এখানে অন‌্য পুতুলের সংখ‌্যা বড় কম নয়। সাজ ও পোশাকে চমক থাকায় চিনা পুতুলের সারি দর্শকদের নজর টানছে বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *