সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: ভয়াবহ পথদুর্ঘটনা পুণেতে। পিক আপ ভ্যান উলটে মৃত্যু হল ৮ পুণ্যার্থীর। আহতের সংখ্যা ২৯। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন তিনি।
জানা গিয়েছে, সোমবার দুপুরে ৪০ জন যাত্রী নিয়ে গাড়িটি পাপাওয়ালদি গ্রাম থেকে খেদের শ্রীক্ষেত্র মহাদেব কুণ্ডেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্যের কিছুটা আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা উলটে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। কিন্তু কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। ডাকা হয় ১০টি অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি।”