পুঞ্চ সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, কড়া জবাব সেনার

পুঞ্চ সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, কড়া জবাব সেনার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিনা প্ররোচনায় সীমান্তে সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ল পাকিস্তান। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে এই হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রতিবেশী দেশের এহেন প্ররোচনার পালটা কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ একইভাবে পুঞ্চের গুলপুর সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা। এক সেনা আধিকারিক বলেন, অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নাক্কারকোট ব্রিজ থেকে অন্তত ১৮ রাউন্ড গুলি ছোড়া হয় জঙ্গলঘেরা ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে। এর পালটা জবাব দিতে অবশ্য দ্বিধা করেননি ভারতীয় জওয়ানরা। পালটা অন্তত ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়। দুপক্ষের এই গুলির লড়াইয়ে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পাকিস্তান সেনার এহেন হামলা প্রসঙ্গে সেনা আধিকারিকদের দাবি, অনেকদিন ধরেই ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। উপত্যকাকে অশান্ত করতে তাদের এই কর্মকাণ্ডে মদত যোগাচ্ছে পাকিস্তানের ব্যাট ফৌজ। এর আগেও এই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা সেবার সেনার পালটা গুলিতে মৃত্যু হয় একাধিক জঙ্গির। এই তালিকায় ছিল দুই ব্যাট সদস্যও।

অন্যদিকে, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়েছিল পাকিস্তান। এক আইইডি বিস্ফোরণে এক সেনা আধিকারিক-সহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও দুই জওয়ান। সেই হামলার পালটা পাকিস্তানকে কড়া জবাব দিতে দ্বিধা করেনি সেনা। পালটা জবাবে একাধিক পাক জওয়ানের মৃত্যু হয় বলে দাবি করে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *