পুজোর মুখে দুঃসংবাদ! বুধবার থেকেই বন্ধ হচ্ছে ব্লু লাইনের শেষ মেট্রো, চরম ভোগান্তির আশঙ্কা

পুজোর মুখে দুঃসংবাদ! বুধবার থেকেই বন্ধ হচ্ছে ব্লু লাইনের শেষ মেট্রো, চরম ভোগান্তির আশঙ্কা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নব্যেন্দু হাজরা: শহরের বিভিন্ন প্রান্তে বাড়ছে মেট্রো রুট। পাতাল পথে জুড়ে যাচ্ছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। মেট্রোর সঙ্গে বাড়ছে যাত্রীর সংখ্যাও। এই পরিস্থিতিতে ব্লু লাইনের যাত্রীদের জন্য তখন খারাপ খবর। রাতে বাড়ি ফেরার মেট্রো মিলবে না! বন্ধ হচ্ছে শেষ ট্রেন। আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই বন্ধ হচ্ছে রাত ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা। সামনেই দুর্গাপুজো। বহু মানুষ শেষ মেট্রোর উপরে নির্ভরশীল। কেউ ব্যবসা করে ফিরবেন কিংবা কেউ আবার বাজার করে! হঠাৎ রাত ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে।

মেট্রোর তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন করতে হয়েছে। এর ফলে পরিষেবাতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ব্লু লাইনের রাতের মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে জারি করা বিবৃতিতে। বিজ্ঞপ্তিতে মেট্রোর দাবি, পরীক্ষামূলকভাবে এই রাত ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত এই মেট্রোর পরিষেবা ছিল। সেটাই এবার বন্ধ করে দেওয়া হল।

যদিও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রীরা রাত ৯টা ২৮ এর মেট্রো পরিষেবা পাবেন। অন্যদিকে শহিদ ক্ষদিরাম থেকে দক্ষিনেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা বেজে ৩৪ মিনিটে।

অন্যদিকে, যাত্রী পরিবহণে ফের একবার রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। বিজ্ঞপ্তিতে মেট্রোর দাবি, গতকাল সোমবার সমস্ত মেট্রোর করিডর মিলিয়ে ৮ লাখেরও বেশি মানুষ যাত্রা করেছেন। শুধুমাত্র ব্লু লাইনে ৫.৮৪ লাখ মানুষ যাত্রা করেছেন।

গ্রিন লাইন অর্থাৎ, সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দানে ২ লাখেরও বেশি মানুষ যাত্রা করেছেন। এছাড়াও ইয়লো, ওরেঞ্জ এবং পার্পেল লাইনে যথাক্রমে ৭০০০, ৫৫০০ এবং ৬৭০০ মানুষ যাত্রা করেছেন। ফলে একদিকে যখন যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে, সেখানে রাতের মেট্রো মেট্রো বন্ধের সিদ্ধান্তে স্বভাবতই যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *