পুজোর আগে ২৫০ জন শ্রমিককে ছাঁটাই! প্রতিবাদে আঝাপুরে জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভকারীদের

পুজোর আগে ২৫০ জন শ্রমিককে ছাঁটাই! প্রতিবাদে আঝাপুরে জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভকারীদের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


অর্ক দে, বর্ধমান: পুজোর আগে কাজ হারাচ্ছেন ২৫০ জন শ্রমিক! তাঁদের নামে নোটিস জারি হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে জাতীয় সড়ক অবরোধ করলেন বিক্ষোভকারীরা। অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়েছে। বিক্ষোভ অবরোধে এদিন জাতীয় সড়কে যানজট দেখা যায়।

জানা গিয়েছে, ডানকুনি থেকে পালসিট পর্যন্ত বিস্তৃত ১৯ নম্বর জাতীয় সড়ক পরিচালনার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা আইআরবি ইনফ্রাস্ট্রাকচার। ওই সংস্থার অধীনেই দীর্ঘ চারবছর ধরে কাজ করছিলেন শ্রমিকরা। সম্প্রতি একটি নোটিসের বিষয় জানতে পারেন শ্রমিকরা। জানা যায়, পুজোর আগেই ওই সংস্থা মোট ২৫০ জন শ্রমিককে কাজ থেকে সরিয়ে দিচ্ছে। এজন্য কোনও আগাম বার্তা, সময় দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, গত দু’দিনে ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। পুজোর আগে এমনভাবে আচমকা ছাঁটাইয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে ওই শ্রমিকদের। ঘটনায় বাকিরাও আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

এরই প্রতিবাদে আজ, শুক্রবার বিক্ষোভ, আন্দোলনে নামেন শ্রমিকরা। শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়ে কয়েকশো শ্রমিক। এদিন, বর্ধমানের আঝাপুরে জাতীয় সড়ক অবরোধ করা হয়। এভাবে শ্রমিক ছাঁটাই চলবে না বলেও স্লোগান উঠেছে। অবরোধের জেরে জাতীয় সড়কে যানজট দেখা যায়। কিছু সময় পরে শ্রমিকদের তরফে সংস্থার তরফে স্মারকলিপিও জমা দেওয়া হয়। জামালপুর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি বলেন, “যাদের ছাঁটাই করা হচ্ছে, তাঁরা চারবছর ধরে কাজ করছেন। অথচ কোনও আগাম নোটিস ছাড়াই কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে ‘তোমাদের কাজ শেষ’। এটা অন্যায়। আমরা চাই, এই ছাঁটাই অবিলম্বে বন্ধ হোক।” তিনি আরও বলেন, “আর যদি ছাঁটাই করতেই হয়, তাহলে সরকার নির্ধারিত নিয়ম মেনে তিন মাসের অগ্রিম বেতন, বোনাস, ইএসআই ও পিএফ বুঝিয়ে দিতে হবে।” সংস্থার দুই ম্যানেজারের অঙ্গুলিহেলনেই এই শ্রমিক ছাঁটাই হচ্ছে বলে অভিযোগ। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও। শ্রমিকদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *