পুজোর আগে নিখরচে বদলান ঘরের চেহারা, জেনে নিন সহজ কৌশল

পুজোর আগে নিখরচে বদলান ঘরের চেহারা, জেনে নিন সহজ কৌশল

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই পুজো। চলছে জোরকদমে পুজো প্রস্তুতি। আর পুজো মানেই মেকওভার। বিউটি পার্লারগুলিতে ভিড়। নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত বেশিরভাগ। শুধু নিজে সাজলেই তো হবে না, বাড়ির সাজগোজেও বদলের প্রয়োজন। তাই তো উৎসবের মরশুমে ঘরও নতুন করে সাজিয়ে তুলতে চান অনেকেই। ইচ্ছা থাকলেও, টাকা ব্যয় করার সামর্থ্য থাকে না কারও কারও। আর্থিক দিকেও নজর দিতে হয় অনেককেই। তবে কয়েকটি সহজ কৌশলে অনায়াসে বাড়ির চেহারা বদলে আরও সুন্দর করে তোলা সম্ভব। জেনে নিন সেই কৌশল।

প্রথমেই ঘর পরিষ্কার করুন। ঘরের কোণে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। ছিমছাম ঘর হয়ে উঠবে অনেক বেশি সুন্দর।
পুজোর আগে নিখরচে বদলান ঘরের চেহারা, জেনে নিন সহজ কৌশলঘরে থাকা আসবাবপত্রের দিক পরিবর্তন করুন। বিছানা, আলমারির দিক বদল হলে দেখবেন ঘরের চেহারাই বদলে গিয়েছে। তাতে আরও সুন্দর হয়ে উঠবে গোটা ঘর। দেখতেও যেমন ভালো লাগবে, তেমন মনও ভালো হবে।

How to maintain wooden furniture during Rainy season

ঘরের কোণের বদল করুন। চাইলে ঘরের ভিতরে রাখা যায় এমন গাছ রাখুন। একটুকরো সবুজ ঘরের চেহারা বদলে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

unlucky plants to remove from your house to attract good luck

ঘরে রাখা টেবিলে একগুচ্ছ টাটকা ফুল রাখতে পারেন। ফুলের সুবাস মন বদলে দিতে বাধ্য। 

How to Keep Flowers Fresh in this winter? know these tips
ছবি: সংগৃহীত

ঘরের তাকগুলিতে ছোট ছোট শো-পিস রাখতে পারেন। তাতে খরচ পড়বে সামান্য। তবে বদলে যাবে ঘরের চেহারা।

Show Piece

 

বাড়ির পর্দাগুলি বদলে ফেলুন। তাহলে দেখবেন জানলার চেহারা পরিবর্তন হবে। আরও সুন্দর হয়ে উঠবে আপনার বাড়ি।

Bedroom

আপনার বেডকভার বদলে ফেলুন। উৎসবের মরশুমে অবশ্যই উজ্জ্বল রঙের কোনও বেডকভার বিছানায় পাততে পারেন। সামঞ্জস্য রেখে ব্যবহার করুন বালিশের কভার।

তাই আর দেরি কীসের? আজই ঘরের মেকওভার শুরু করুন। তাতে আপনার পাশাপাশি সাধের গৃহকোণও হয়ে উঠবে আরও সুন্দর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *