সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন বৃহস্পতিবার চমক দেবেন। সেকথা রাখলেন মনামী ঘোষ। তাঁর পুজোর মিউজিক ভিডিও ‘কল্কি’র পয়লা ঝলক প্রকাশ্যে এনে ‘ঝড়ের পূর্বাভাস’ দিলেন মনামী।
শারদ উপহারে পয়লা ঝলকেই কৌতূহলের পারদ চড়িয়েছেন মনামী ঘোষ। ‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’র মিউজিক ভিডিওতেও যে নাচে-গানে পুজোর জলসা মাতিয়ে দেবেন অভিনেত্রী, সেটা টিজারেই বেশ বোঝা গেল। আর পুজোর মিউজিক ভিডিওর ঝলক শেয়ার করে মনামী লিখেছেন, ‘ধ্বংসের পূর্বাভাস। সৃষ্টির পূর্বাভাস। এক জীবনমুখী রূপকথার গল্প কল্কি আসছে ১৫ সেপ্টেম্বর। বাংলার ইতিহাসে প্রথমবার।’ কোথায় দেখতে পাবেন এই গান? সেই সন্ধানও সঙ্গে জুড়ে দিলেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন, মনামী ঘোষ ইউটিউব চ্যানেলে আর মাত্র চার দিন বাদেই সেই গান মুক্তি পাচ্ছে। তার প্রাক্কালেই গানের টিজার প্রকাশ্যে এনে ঝড়ের পূর্বাভাস দিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে নীল রঙের আলতা পরে শোরগোল ফেলে দিয়েছিলেন মনামী। সাধারণত এযাবৎকাল আলতার রং লাল দেখতেই অভ্যস্ত সকলে, তবে নীল রঙের আলতা পরার ট্রেন্ড শুরু করে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন তিনি। এবার ফাঁস হল, তাঁর নীল আলতা রহস্য। এই মিউজিক ভিডিওতে অতিরিক্ত মাত্র যোগ করেছে মনামীর সাজপোশাক।
হাতে, গলায় সর্পিল ডিজাইনের অলংকারে সেজেছেন তিনি। কিন্তু কেন এহেন সাজ? আসলে হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার ‘কল্কি’। যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন, সেকথা মাথায় রেখেই সম্ভবত ‘নীল আলতা’য় সেজেছেন মনামী। শুধু তাই নয়, কল্কি পুরাণের সঙ্গে মিলিয়ে দিয়েছেন তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। কীভাবে? কল্কি পুরাণে যেহেতু সাপের উল্লেখ রয়েছে, সেই প্রেক্ষিতেই সর্পিল গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী।