অর্ণব দাস, বারাসত: পুকুরে স্নান করতে গিয়ে অঘটন। জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরীর। মর্মান্তিক দুর্ঘটনায় দত্তপুকুর থানার জয়পুল এলাকায় শোকের ছায়া।
মৃতরা হল বছর এগারোর তিয়াসা বাল্মিকী এবং চোদ্দ বছর বয়সি রূপসা বন্দোপাধ্যায়। তারা দুজনে এদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকেরা। শেষে বিকেলে পুকুরে তাদের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার হল পুলিশ কর্মীর মৃতদেহ। হাবড়া থানার বাণীপুর ইতনার বি ব্লকের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ ঘোষ, বয়স ৪১। তিনি কনস্টেবল পদে বারাসত জেলা পুলিশের দোলতলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। দুপুরের পর থেকেই তাঁর হদিস পাওয়া যাচ্চিল না। খোঁজ শুরু করলে রাতে জানা যায় জলাশয় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের হয়েছে। পরে পরিবার মৃতদেহ সনাক্ত করছে। কোনোভাবে পুলিশকর্মী জলাশয়ে পরে গিয়ে মৃত্যু হয় থাকতে পারে বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। যদিও পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।