সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে পিছিয়ে গেল কলকাতা লিগের ডার্বি। আগামী শনিবার মাঠে নামার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের। কিন্তু সেই ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৬ জুলাই খেলা হবে ডার্বি। হাজারো বিতর্ক সত্ত্বেও কল্যাণী স্টেডিয়ামেই ডার্বি হবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাতে আইএফএর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ১৯ জুলাই কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই প্রধানের। কিন্তু সেই ম্যাচের মাত্র দিনতিনেক আগে আইএফএ’কে চিঠি দিয়ে পুলিশ জানায়, এই ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। বেশ কয়েকটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। প্রথমত, স্টেডিয়ামে ফেন্সিং নেই। ফলে সমর্থকদের বিরাট ভিড়ের মধ্যে নিরাপত্তা দেওয়া আদৌ সম্ভব নয়। উল্লেখ্য, কল্যাণীর ছোট স্টেডিয়ামে সমর্থকদের নিরাপত্তার জন্য দু’দলের গ্যালারির মাঠে বড় করে ফেন্সিং তোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এছাড়াও পুলিশের তরফে বলা হয়েছে, পর্যাপ্ত পার্কিং নেই কল্যাণীতে। ডার্বির মতো ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটি উপযুক্ত নয়।
শেষ পর্যন্ত সেই কল্যাণী স্টেডিয়ামেই ডার্বি খেলা হবে বলে জানাল আইএফএ। তবে এক সপ্তাহ বাড়তি সময় থাকার ফলে দর্শকদের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো যেতে পারে। অন্যান্য সমস্যাগুলিও এড়ানো যেতে পারে। ইতিমধ্যেই ডার্বিতে দর্শকসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র ১০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।