পিএফ-ইএসআই ও সিএল বন্ধের নোটিস, কর্মবিরতিতে বালি পুরসভার ঠিকা সাফাই কর্মীরা

পিএফ-ইএসআই ও সিএল বন্ধের নোটিস, কর্মবিরতিতে বালি পুরসভার ঠিকা সাফাই কর্মীরা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সুব্রত বিশ্বাস: পিএফ, ইএসআই সহ একাধিক সুবিধা বন্ধের সিদ্ধান্তে বালি পুরসভার ১৭০ ঠিকা শ্রমিক সোমবার থেকে কাজ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় পুরসভা এলাকার সাফাই কাজ প্রায় বন্ধ। চারিদিকে দুর্গন্ধ। পুরসভার সাইট ইন্সপেক্টর (১) সুমিত চট্টোপাধ‌্যায় জানিয়েছেন, ওই সাফাই কর্মীরা এজেন্সির আওতায় কাজ করছে। সরকার সাশ্রয়ের জন্য এঁদের ডেলি ওয়েজে কাজ করাতে চায়। ফলে এদের সেই পরিকাঠামোতে আনতে যে নোটিস জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, ইএসআই, পিএফ, সিএল এসব মঞ্জুর করা হবে না। দৈনিক ২০২ টাকা হিসেবে সরকারি ভাবে দেওয়া হবে। এরপরেই শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।

প্রায় ষোলো বছর ধরে এরা এজেন্সির হয়ে কাজ করছে। মাসে আট হাজার বেতন ও নানা সুযোগ সুবিধা পান তারা বলে শ্রমিকরা জানিয়েছেন। এমনকী তারা করোনা কালে জীবন বিপন্ন করে কাজ করেছেন বলে দাবি করেছেন। পুর এলাকার সর্বত্র ও হাসপাতালগুলি সাফাই কাজ এরাই করে থাকেন। যা গত সোমবার থেকে বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। আপৎকালীনভাবে কিছু ময়লা সাফাইয়ের কাজ চলছে।

পুরসভার গাড়ি বেলুড় ভাগাড়ে এই ময়লা ফেলছে। বৃহস্পতিবার এই জঞ্জালের গাড়ি চলচল বন্ধের চেষ্টা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ‌্যক্ষ তাপাস মাইতি বলেন, নির্মলসাথী প্রকল্পের আওতায় শ্রমিকদের আনার পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি তিনি জানান, দীর্ঘদিন ধরে এরা সাফাইয়ের কাজ করছে। শ্রমিকরাও যাতে বঞ্চিত না হন, সেদিকে লক্ষ‌্য রেখে পুরসভাকে পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। শুক্রবার শ্রমিকদের সঙ্গে পুরসভার এক্সিকিউটিভ আধিকারিকের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পরই প্রকৃত সিদ্ধান্ত জানা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *