সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জুতা আবিষ্কার’ তো হয়েছে সেই কতকাল আগে। তারপর জুতোর বহু বিবর্তনও হয়ে গিয়েছে। ইদানিং আবার জুতো তৈরির উপকরণেও বদল এসেছে। পদস্বাস্থ্যের কথা ভেবে বিস্তর গবেষণা করে সেসব পরিবর্তন এনেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাই। সে তো ভালোই। কিন্তু সব জুতোই যে সবার জন্য, তা তো নয়। বিশেষত পা ঢাকা জুতো পরে অনেকেরই বিচিত্র সমস্যা হয়। পা ভালো থাকে, চলাফেরাতেও সুবিধাই হয়। কিন্তু বিপত্তি হল এই যে জুতো খোলার পর দুর্গন্ধে টেকা দায়! ধারেকাছে না জুতো রাখা যায়, না নিজের পা নিয়ে কারও সামনে বসা যায়। এই সমস্যায় পড়ে কেউ কেউ তো ঢাকা জুতো পরা ছেড়েই দিয়েছেন। কিন্তু ব্যাপারটা এতটাও হতাশাজনক নয়। সামান্য কয়েকটি সহজ উপায় মাথায় রাখলেই আপনার সমস্যা বিলকুল উবে যাবে। রইল সেসব টিপস –
কখনওই মোজা ছাড়া জুতো পরবেন না। স্নিকার, লোফার কিংবা বুট – যেমনই জুতো হোক, মোজা পরতেই হবে। যখন জুতো খুলবেন, তখন সঙ্গে সঙ্গে মোজাও খুলে ফেলুন। তাতে বিশ্রী গন্ধ মোজার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। মোজাটি সঙ্গে সঙ্গে ধুয়ে যে কোনও সুগন্ধী তরলে ভিজিয়ে তবে মেলুন। দুর্গন্ধ বেমালুম উধাও হয়ে যাবে।

দ্বিতীয়ত, জুতো-মোজা পরার আগে পায়ে কিছুক্ষণ ধরে ট্যালকম পাউডার ঘষে নিন। তারপর অবশ্যই পরুন সুতির মোজা। যাদের জুতো পরার সমস্যা আছে, অন্য কোনও মোজায় তাদের পায়ের চামড়ার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সুতির মোজা গলিয়ে তারপর জুতো পরে ফেলুন। জুতো খোলার পর তেমন দুর্গন্ধ আর বেরবে না। যদি ভেবে থাকেন সুগন্ধী কিছু একটা মাখলেই বোধহয় দুর্গন্ধ কমবে, সেই ভুল মোটেই করবেন না। ক্রিম জাতীয় কিছু মাখলে কিন্তু বিপত্তি আরও বাড়বে। অবশ্যই সাধারণ গুঁড়ো ট্যালকম পাউডার পায়ে লাগাবেন।

অনেক সময় ত্বকের ধরনের উপর নির্ভর করে জুতো ব্যবহারের এই সমস্যা। তৈলাক্ত ত্বক হলে অনেকক্ষণ ধরে চাপা জুতো পরে থাকলে ঘাম নিঃসরণের ফলে পায়ে অতিরিক্ত সংক্রমণ হতে পারে। সেটাও দুর্গন্ধের একটা কারণ। আপনার ত্বক যদি তেমন তৈলাক্ত হয়, তাহলে খুব বেশিক্ষণের জন্য জুতো না পরাই ভালো।
মনে রাখবেন, ত্বকের যে কোনও সংক্রমণের মূল উৎস অপরিচ্ছন্নতা। তাই রোজ নিয়ম করে দু’বেলা পা সাবান অথবা বডিওয়াশ দিয়ে ভালো করে ধোবেন। পা পরিষ্কার থাকলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।

আরও একটা বিষয় মাথায় রাখবেন। জুতো পরার ইচ্ছে হলেই যে কোনও সস্তার জুতো কিনে ফেলবেন না। দেখেশুনে ভালো মানের এবং পায়ে ঠিকমতো ফিট হয়, এমন জুতোই কিনবেন। ব্যস, এই কয়েকটি বিষয় মেনে চললে খুব সহজেই স্টাইলিশ শু স্বচ্ছন্দ্যে পরতে পারবেন।