সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ি অঞ্চলের ফাঁকা জায়গায় হাঁটতে বেরিয়ে ছিলেন চিনা মহিলা। একটি ফেলা রাখা পাত্রে পা পড়ে। কিছুটা জ্বলন হয়। বিশেষ পাত্তা দেননি তিনি। আর তাতেই বিপত্তি! ঘটনার ৫দিন পরই একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটে তাঁর।
হাড়হিম করা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিনের হ্যাংজু অঞ্চলে। ৫২ বছর বয়সি মহিলা তু হাটতে বেরন। পরে জানা যায়, একটি রাসায়নিকের বোতলে পা লাগে তাঁর। সেই বোতলে ছিল হাইড্রোফ্লোরিক অ্যাসিড। যা ধীরে ধীরে একাধিক অঙ্গ বিকল করে দিতে থাকে।
কী কী সমস্যা হচ্ছিল তাঁর? দ্রুত শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। শরীরের বিভিন্ন অংশ ফুলতে থাকে। ভারসাম্য হারিয়ে যায়। বিকল হতে থাকে একাধিক অঙ্গ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তু। ঘটনার পাঁচদিন পর তাঁর মৃত্যু। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র ও ফুসফুস বিকল হয়ে মৃত্যু হয়েছে তু’র।
কী এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড? এটি মূলত বর্ণহীন রাসায়নিক। ধাতু, কাচ এবং সিলিকনকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই রাসায়নিকের। গলিয়ে ফেলতে পারে মানবদেহের হাড়ও। মানবশরীরে তা লাগলে টিস্যুর গভীর ক্ষত তৈরি করে। কিন্তু তু’র সঙ্গে যা ঘটেছে তাতে অবাক চিকিৎসকরা।