সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প থেকে উঠে আসা চরিত্র। গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করার পর ঘুমিয়ে পড়ল চোর! ঝোলায় টাকা, গয়না এবং অন্য মালপত্তার ভরেও পালানো হল না বেচারার। এরপর যা হওয়ার ছিল ঠিক তেমনটাই হল। ঘুমন্ত চোর ধরা পড়ে গেলেন। গ্রেপ্তার করল পুলিশ।
‘কাজের’ মাঝপথে নিদ্রা যাওয়া চোরের কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর শহরে। নাজিরবাদ থানা এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকেছিল অভিযুক্ত ব্যক্তি। আলমারির লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র ঝোলায় ভরে পাশের একটি বাড়িতে ঢোকে সে। সেই বাড়িতেও গয়না, টাকাকড়ি হাতসাফাই করে। এরপরেই গোলমাল হয়ে যায়।
ফাঁকা বিছানা পেয়ে শুয়ে পড়ে চোর। কখন যেন অঘোরে ঘুমিয়েও পড়ে। সেই ঘুম ভাঙে গৃহস্থের কাছে ধরার পড়ার পর। ভোরে ঘুমন্ত অবস্থায় চোর বাবাজিকে দেখেন বাড়ির মালিক অনিল। নিজের বাড়ির বিছানায় অচেনা এক ব্যক্তিকে শুয়ে তাকতে দেখে প্রথমটায় হকচকিয়ে যান তিনি। কিছুক্ষণ পরে বুঝতে পারেন, রাতে তাঁদের বাড়িতে চোর ঢুকে পড়েছিল। বোঝা মাত্র চিল চিৎকারে বাড়ির সকলকে ডাকেন তিনি। এরপর চোরের ঝোলায় তল্লাশি চালাতেই বেরিয়ে ওই বাড়ির খোয়া যাওয়া টাকা-গয়না ইত্যাদি।
তড়িঘড়ি পুলিশে খবর দেন পেশায় টোটা চালক অনিল। নাজিয়াবাদ থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার করে অভিযুক্তকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় চুরি করতে এসেছিল ওই ব্যক্তি। সেই কারণেই কাজের মাঝপথে ঘুম পেয়ে যায় বেচারার।