সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান শত্রুকে যোগ্য জবাব দিতে জানে। মোদির ‘যুদ্ধ-প্ররোচনা’র বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। পহেলগাঁও কাণ্ড নিয়ে এবার জেলে বসেই ভারতকে হুমকি দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার ইমরান তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পহেলগাঁওয়ের ঘটনা মর্মান্তিক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ এরপরই ভারতের বিরুদ্ধে সুর চড়ান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। টেনে আনেন পুলওয়ামা হামলাকেও। তিনি লেখেন, ‘পুলওয়ামার ঘটনার পরেও ভারত আমাদের দিকে আঙুল তুলেছিল। কিন্তু কোনও প্রমাণ দিতে পারেনি। পহেলগাঁওয়ের ঘটনার পরও মোদি ঠিক একই কাজ করছেন। পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান শত্রুকে যোগ্য জবাব দিতে জানে। তাই ভারতের দায়িত্বশীল হওয়া প্রয়োজন।’
এখানেই থেমে না থেকে ইমরান আরও লিখেছেন, ‘পাকিস্তান শান্তির পক্ষে। আরএসএসের মতাদর্শে চালিত ভারত অত্যন্ত ক্ষতিকর। মোদির আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর যুদ্ধ-প্ররোচনাকে আমি কড়া নিন্দা জানাই।’
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরেই বুধবার বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশসচিব বিক্রম মিসরি বলেন, “সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান- দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের।” অন্যদিকে পাকিস্তানও একই পথে হেঁটে ভারতের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে। এই আবহে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশেই দাঁড়ালেন ইমরান।