সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবাডি ম্যাচ ঘিরে পাঞ্জাবে তুমুল গোলযোগ দুই দলের মধ্যে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মহিলাদের কবাডি ম্যাচ শেষ হল হাতাহাতির মধ্যে দিয়ে। অভিযোগ, তামিলনাড়ুর মহিলা দলের সদস্যদের আক্রমণ করা হয়। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।
জানা যাচ্ছে মহিলাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতায় তামিলনাড়ুর মাদার টেরেসা বিশ্ববিদ্যালয়ের ম্যাচ ছিল দ্বারভাঙা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ম্যাচ চলাকালীন বচসা বাঁধে দুই দলের অ্যাথলিটদের মধ্যে। রেফারির কাছে অভিযোগ জানালে তিনি তামিলনাড়ুর এক অ্যাথলিটকে আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনা পর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। তামিলনাড়ুর কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, উপস্থিত দর্শকরাও দ্বারভাঙ্গা বিশ্ববিদ্যালয়ের হয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। রীতিমতো চেয়ার ভাঙাভাঙি চলে গোটা চত্বর জুড়ে। পরিস্থিতি হাতের বাইরে যেতে পুলিশও হস্তক্ষেপ করে। এই বিষয়ে তামিলনাড়ু দলের এক সদস্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা কী বলতে চাইছিলাম, সেটা কেউ বুঝতে পারছিলেন না। এমনকী পুলিশও ইংরেজিতে কিছু বুঝতে পারেনি।” দলের ম্যানেজারের বক্তব্য, তাঁদের কোচকে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে একটি ঘরে আটকে রাখা হয়েছিল।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তিনি জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েই পদক্ষেপ নিয়েছি। প্লেয়াররা যাতে সুরক্ষিত থাকে, তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আপাতত ওরা দিল্লি হাউসে থাকবে। পরে তামিলনাড়ুতে ফিরিয়ে নিয়ে আসা হবে।” তবে প্রতিবাদের সঙ্গে খোঁচা দিতে ছাড়েননি বিপক্ষ এইএডিএমকে দলের নেতা ডি জয়কুমার। তিনি বলেন, “ট্রফি জিতে ফেরার পর টাকা দেওয়ার থেকে ম্যাচের সময় নিরাপত্তার ব্যবস্থা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
It’s surprising that Tamil Nadu ladies gamers who went to play Kabaddi in Punjab have been attacked. The assault passed off throughout a Kabadi match between Punjab and Tamil Nadu. I urge the Punjab Chief Minister Bhagwant Mann ji to take applicable enquiry and motion on attackers.… pic.twitter.com/vIZrG0EsVn
— Devakumaar (@DevakumaarOffcl) January 24, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন