পাঞ্জাবে জিম্বাবোয়ের পড়ুয়াকে পিটিয়ে খুন! গ্রেপ্তার ৮

পাঞ্জাবে জিম্বাবোয়ের পড়ুয়াকে পিটিয়ে খুন! গ্রেপ্তার ৮

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে মৃত জিম্বাবোয়ের এক ছাত্র। গত সপ্তাহেই ২২ বছরের ওই যুবককে মারধরের অভিযোগ ওঠে গুরু কাশী বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভাতিন্ডার এইমস হাসপাতালে ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই ছাত্রের নাম জিওয়েয়া লিরয়। গত ১২ অগস্ট তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান গুরু কাশী বিশ্ববিদ্যালের নিরাপত্তারক্ষী দিলপ্রীত সিং। পরের দিন দিলপ্রীত ও তাঁর ৮ সঙ্গী জিওয়েয়াকে মারধর করে বলে অভিযোগ। ওই বিদেশি ছাত্রকে গুরুতর আহত অবস্থায় ফেলেই পালিয়ে যায় দিলপ্রীত ও তার সঙ্গীরা। ইতিমধ্যেই অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে এফআইআর করেছে পাঞ্জাব পুলিশ। ৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে এই ঘটনায়।

স্থানীয়রা বলছেন, দিনকয়েক আগে বেসবল ব্যাট নিয়ে কলেজে গিয়েছিলেন জিওয়েয়া লিরয়। তাতেই আপত্তি জানান নিরাপত্তারক্ষী দিলপ্রীত। শুরু হয় বচসা। সেদিনেক মতো অশান্তি মিটলেও রেশ থেমে থাকেনি। ঠিক তার পরের দিন জিওয়েয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবারই যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই বিদেশীর মৃত্যুকে কেন্দ্র করে ভাতিন্ডায় চাঞ্চল্য ছড়িয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *