পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, যুক্ত শিশু পর্নোগ্রাফিতে! আমেরিকায় গ্রেপ্তার আপ সমর্থক

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, যুক্ত শিশু পর্নোগ্রাফিতে! আমেরিকায় গ্রেপ্তার আপ সমর্থক

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আমেরিকা থেকে গ্রেপ্তার হলেন এক ভারতীয় নাগরিক। তাঁর গ্রেপ্তারি ঘিরে পাঞ্জাবে তুমুল রাজনৈতিক ডামাডোল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানের পরিবারের সঙ্গে অভিযুক্তের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গোটা বিষয়টিকে হাতিয়ার করে কংগ্রেস এবং বিজেপি একযোগে আক্রমণ শানিয়েছে আপকে।

জানা গিয়েছে, গত শুক্রবার শিশু পর্নোগ্রাফির ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় নাগরিক গুরজিৎ সিং মালহি। আমেরিকার অভিবাসন এবং শুল্ক বিভাগ যৌথভাবে গ্রেপ্তার করেছে তাঁকে। শুল্ক দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, শিশু পর্নোগ্রাফির ভিডিও ছিল মালহির কাছে। সেই কারণেই ওয়াশিংটন থেকে গ্রেপ্তার করা হয়েছে মালহিকে।

গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই মালহিকে নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে পাঞ্জাবে। কারণ মালহি গ্রেপ্তার হওয়ার পরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভগবন্ত মানের সঙ্গে তাঁর ছবি। এছাড়াও পাঞ্জাবের স্পিকার কুলতার সান্ধওয়ান, অর্থমন্ত্রী হরপাল চিমা, মন্ত্রী লালচাঁদ কাতারুচকের সঙ্গেও ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন মালহি। সেই ছবিগুলিকে হাতিয়ার করেই আপকে নিশানা করেছে কংগ্রেস- বিজেপি।

কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা জবাবদিহি চেয়েছেন মানের কাছে। ফেসবুকে সুখপাল লেখেন, এমন জঘন্য অপরাধীর সঙ্গে কেন আপ নেতাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক, তার জবাব দিতে হবে। বিজেপির এক্স হ্যান্ডেলেও প্রশ্ন তোলা হয় আপ নেতাদের সঙ্গে মালহির যোগাযোগ নিয়ে। তবে গোটা বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হলেও আপের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি। উল্লেখ্য, চণ্ডীগড়ের একাধিক এলাকায় জমি-বাড়ি রয়েছে মালহির, এমনটাই শোনা গিয়েছে। তবে মার্কিন মুলুকে আদৌ তিনি জেলে বন্দি রয়েছেন কিনা সেই নিয়ে কিছু জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *