সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত।’ অপারেশন সিঁদুরের পর এই হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল মোদি সরকারের তরফে। মঙ্গলবার সংসদে এনডিএ-র সংসদীয় বৈঠকে সেনাকে কুর্নিশ জানিয়ে পাশ হল এই সংক্রান্ত প্রস্তাব। একইসঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানালেন এনডিএ শিবিরের নেতৃত্বরা। পাশাপাশি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংসদ অধিবেশনে বিরোধী শিবিরের আচরণের তীব্র নিন্দা করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]