সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির পরও ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের ঝাঁজ প্রশমিত হয়নি। পাক দূতাবাসের আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লি। এবার পাকিস্তানও ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের কর্মীকে একই নির্দেশ দিল। বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে একথা জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ”পাকিস্তান সরকার ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের এক কর্মীকে অনাকাঙ্ক্ষিত হিসেবে ঘোষণা করেছে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে।” ওয়াকিবহাল মহলের মতে, ভারতের সিদ্ধান্তের ‘বদলা’ নিতেই এমন পদক্ষেপ করেছেন পাকিস্তান।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]