পাকিস্তানের টি-২০ দলে কামব্যাক আফ্রিদির, ফের বাদ পড়া বাবর-রিজওয়ানের কেরিয়ার শেষ?

পাকিস্তানের টি-২০ দলে কামব্যাক আফ্রিদির, ফের বাদ পড়া বাবর-রিজওয়ানের কেরিয়ার শেষ?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে পাকিস্তান। এই প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত হল পাক বাহিনী। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। সেখানে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটল শাহিন শাহ আফ্রিদির। কিন্তু ফের বাদ পড়লেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। সেই সঙ্গে প্রশ্ন, দুজনের টি-টোয়েন্টি কেরিয়ারই কি শেষ?

বাংলাদেশের কাছে ১-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। যে দলের নেতৃত্বে ছিলেন সলমন আলি আঘা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফরের আগে দলে একাধিক বদল আনল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি ফিরেছেন হ্যারিস রউফ ও হাসান আলি। আসলে প্রাথমিক পরিকল্পনায় শাহিনও ক্যারিবিয়ান সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না। কিন্তু বাংলাদেশের কাছে ধাক্কা খাওয়ার পরই তারকা পেসারকে ফেরানো হয়েছে। তবে টি-টোয়েন্টিতে এবারও কামব্যাক হল না বাবর-রিজওয়ানের। ফলে আদৌ দেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলতে পারবেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

যদিও ওয়ানডে দলে তিনজনই আছেন। যে দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ রিজওয়ান। ১৬ জনের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে অভিষেক ঘটতে পারে হাসান নওয়াজের। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সলমন, একই সঙ্গে ওয়ানডে দলের সহ-অধিনায়কও তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। ৩১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে সাদা বলের সিরিজ। এবার দেখার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাকিস্তানের ভাগ্য বদলায় কি না।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেট-রক্ষক), মহম্মদ নওয়াজ, সাহেবজাদা ফারহান (উইকেট-রক্ষক), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *