সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চারদিন ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। পঞ্চম দিনেও স্পষ্ট নয়, হেডিংলি টেস্টে জিতবে কে। কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাধ সাধতে পারে বৃষ্টি! এমনটাই বলছে লিডসের আবহাওয়ার পূর্বাভাস। ফলে বরুণদেবের রোষে ভেস্তে যেতে পারে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট, এমন সম্ভাবনা প্রবল।
রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকারা ছাড়াই বিলেতের মাটিতে আত্মবিশ্বাসে টগবগ করছে নতুন ভারত। তবে বাজবল টেস্টের যুগে খেলা গড়িয়েছে পঞ্চম দিনেও। কিন্তু একটা প্রশ্নই এখন চিন্তায় রাখছে ক্রিকেটপ্রেমীদের। এহেন নান্দনিক টেস্ট কি অমীমাংসিত ভাবেই শেষ হবে? নাকি শেষ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেমে ঘরের দল? সবমিলিয়ে হেডিংলি টেস্টের জমজমাট সমাপ্তির সবরকম উপাদান হাজির। কিন্তু এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো হাজির হতে পারে আকাশভাঙা বৃষ্টি।
লিডসের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সেখানে ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে অন্তত ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মেঘলা আকাশে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এতকিছুর মধ্যেও আশার আলো, ইংল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম। অর্থাৎ পঞ্চম দিনের খেলা শুরুর আগে বৃষ্টি থেমে যেতে পারে। দুপুর দু’টো নাগাদ একপশলা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস। তবে দিনভর মেঘলা থাকবে লিডসের আকাশ।
উল্লেখ্য, জয়ের জন্য এখনও সাড়ে তিনশো রান তুলতে হবে ইংল্যান্ডকে। তাদের হাতে ১০ উইকেট। মেঘলা আবহাওয়ার আর পিচের ফাটলের ফায়দা তুলে কি একদিনে বিপক্ষের সব ব্যাটারকে আউট করতে পারবেন জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজরা? নাকি ২০১৯ সালের মতো আবারও শেষদিনে ৩৫০ রান তুলে ফেলবে ইংল্যান্ড? নাকি কোনও দলকেই জেতার সুযোগ না দিয়ে অঝোরে বৃষ্টি নামবে লিডসে? উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন