সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। এই টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’। অর্থাৎ মার্কিন নাগরিকত্ব। এমনই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ধনী অভিবাসীদের দেশের নাগরিকত্ব দিতে এই অফারই দিচ্ছেন তিনি। তাঁর আশা ১০ লক্ষ কার্ড বিক্রি হবেই। আর সেই বিপুল অর্থ দিয়ে আমেরিকার যত ঋণ রয়েছে সব শোধ করা যাবে।
এর ফলে ‘গ্রিন কার্ড’ ব্যবস্থার পরিবর্তন হবে। এই গোল্ড কার্ডকে বলা যায় ‘গ্রিন কার্ড’-এরই ‘প্রিমিয়াম’ সংস্করণ। গ্রিন কার্ড দেওয়ার যে প্রকল্প তার নাম ইবি-৫। সাংবাদিকদের এই বিষয়ে বলার সময় মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, এবার সেই প্রকল্পে পরিবর্তন করা হচ্ছে। তাঁর কথায়, ”আমরা গোল্ড কার্ড বিক্রি করতে চলেছি। যার মূল্য হবে ৫ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে আপনি গ্রিন কার্ড তো পাবেনই। সেই সঙ্গে এটা আপনার নাগরিকত্বের রাস্তা হয়ে উঠবে। এবং ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এই কার্ড কিনতে।” আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
কিন্তু যদি স্রেফ অর্থ দিয়েই নাগরিকত্ব ‘কেনা’ যায়, তাহলে তো রুশরাও এদেশে এসে নাগরিক হয়ে যেতে পারে? সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”হ্যাঁ, আসতেই পারে। আমি তো কয়েকজন রুশ ধনকুবেরকে চিনি, যাঁরা খুবই সজ্জন ব্যক্তি।”
তাছাড়া ইবি-৫ প্রকল্পের নিন্দাও করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নীতি সম্পর্কে বলতে গিয়ে এক মার্কিন আধিকারিক বলছেন, ”ইবি-৫ খুবই বাজে, সম্পূর্ণ বোকা বোকা, জাল ব্যাপার। এতে গ্রিন কার্ড পাওয়া যায় খুবই কম খরচে। আমরা এই প্রকল্প বন্ধ করতে চলেছি।” যা থেকে পরিষ্কার, ‘ফেলো কড়ি মাখো তেল’ নীতিতেই এবার জাতীয় কোষাগার ভরাতে নাগরিকত্বকে ‘ট্রাম্প কার্ড’ করছে আমেরিকা!