‘পহেলগাঁও হামলা দুর্ভাগ্যজনক, কিন্তু নয়াদিল্লি…’ ভারতের বিরুদ্ধে ফের বিষ ছড়ালেন শাহবাজ

‘পহেলগাঁও হামলা দুর্ভাগ্যজনক, কিন্তু নয়াদিল্লি…’ ভারতের বিরুদ্ধে ফের বিষ ছড়ালেন শাহবাজ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা দুর্ভাগ্যজনক, কিন্তু নয়াদিল্লি এই ঘটনাকে ব্যবহার করে প্রাদেশিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে। ভারতের বিরুদ্ধে বিষ ছড়িয়ে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশাপাশি, অপারেশন সিঁদুরকে ‘অপ্রীতিকর’ এবং ‘বেপরোয়া আক্রমণ’ বলেও আখ্যা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

আজারবাইজানে ইকোনমিক কো-আপারেশন অর্গানাইজেশন সম্মলনে যোগ দিয়ে তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরে দুর্ভাগ্যজনক ঘটনার পর ভারত পাকিস্তানের উপর হামলা চালায়। নয়াদিল্লির এই আচরণ ছিল অপ্রীতিকর এবং বেপরোয়া। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত প্রাদেশিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছিল।” এখানে বলে রাখা ভালো, অপারেশন সিঁদুরের পর তুরস্কের পাশাপাশি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল আজারবাইজান। এবার সেই দেশে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে বিষ ছড়ালেন শাহবাজ।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *