পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা, সৌদি সফরের মাঝপথে দেশে ফিরছেন মোদি!

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা, সৌদি সফরের মাঝপথে দেশে ফিরছেন মোদি!

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই জেদ্দা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মোদি। এদিন সৌদি সরকার আয়োজিত সরকারি নৈশভোজেও অংশ নেননি প্রধানমন্ত্রী।

বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনও অংশে কম নয়।

এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। এমনিতে প্রধানমন্ত্রীর সফর ছিল দুদিনের। সেই হিসাবে বুধবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার ভোরেই দিল্লিতে নেমে পড়বেন প্রধানমন্ত্রী। এমনটাই খবর প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে।

বস্তুত পহেলগাঁওয়ে হামলার খবর প্রধানমন্ত্রীকে বিচলিত করেছে। ইতিমধ্যেই ওই হামলা নিয়ে সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “জম্বু-কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই জঘন্য কাজে জড়িত কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।” প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *