পর্যটনে বিপুল লক্ষ্মীলাভ, আরও জোয়ার আনতে বিশেষ উদ্যোগ কেরল প্রশাসনের

পর্যটনে বিপুল লক্ষ্মীলাভ, আরও জোয়ার আনতে বিশেষ উদ্যোগ কেরল প্রশাসনের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির পায়ের তলায় সরষে। ছুটি পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। এবার গ্রীষ্মে কেরলই হতে পারে আপনার গন্তব্য। পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে প্রশাসন।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, মূলত উত্তর কেরলের ওয়ানড়, বেকাল, কন্নর, কোঝিকোড়ে বেশি পর্যটক আসবেন বলেই আশা করা হচ্ছে। পর্যটন মন্ত্রী পিএ মহম্মদ রিয়াজের দাবি, “আমাদের দেশের বহু পর্যটক কেরলে ভিড় জমান। এই গ্রীষ্মেও বহু পর্যটক আসবেন বলেই আশা।”

পর্যটন সচিব বিজু কে বলেন, “বিভিন্ন সমুদ্র সৈকত, পাহাড়, হাউসবোট এবং ব্য়াকওয়াটারে বহু পর্যটক আসেন। পর্যটকদের আকর্ষণে ‘সি প্লেন’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যার ফলে খুব সহজেই এক থেকে আরেক জায়গায় পৌঁছনো সম্ভব হবে।” কেরলের ট্যুরিজম ডিরেক্টর শিখা সুরেন্দ্রন বলেন, “আমরা প্রত্যেক মরশুমে পর্যটক টানতে বিশেষ উদ্যোগ নিচ্ছি।”

Kerala

করোনাকাল পরবর্তী কেরলেও পর্যটনে ভাটা পড়েনি। গত বছর ১ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ১৮১ জন পর্যটক ভিড় জমান। Reserving.Com-এর সমীক্ষা বলছে, হোটেল-সহ পরিবহণ বুকিংয়ের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে কেরল।

অ্যাডভেঞ্চার টুরিজমের হিসাবে কেরলের জনপ্রিয়তা যথেষ্ট ভালো। গত ১৯ থেকে ২৩ মার্চ ইদুক্কিতে প্ল্যারাগ্লাইডিং ফেস্টিভ্যালেও ভিড় জমান অনেকেই। আগামী ২৮-৩০ মার্চ ওয়ানড়ে রয়েছে প্ল্যারাগ্লাইডিং ফেস্টিভ্যাল। অনেকেই ভিড় জমাবেন বলেই আশা। তাই আর দেরি কিসের? কেরল যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনিও।

Kerala

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *