‘পরের জন্মেও মাতৃসম মোহনবাগানের সেবা করতে চাই’, মোহনবাগান রত্ন পেয়ে আপ্লুত টুটু বোস

‘পরের জন্মেও মাতৃসম মোহনবাগানের সেবা করতে চাই’, মোহনবাগান রত্ন পেয়ে আপ্লুত টুটু বোস

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান রত্নে ভূষিত হলেন টুটু বোস। শনিবার কর্মসমিতির বৈঠকের ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। আজীবন মোহনবাগানের সেবা করে এসেছেন স্বপনসাধন বোস। এবার যেন তাঁর সর্বোচ্চ স্বীকৃতি পেলেন। আর এই অনন্য সম্মানে ভূষিত হয়ে আপ্লুত টুটু বোস।

মোহনবাগান কর্মসমিতির বৈঠকের পর নিজের অনুভূতি জানান তিনি। প্রাক্তন সভাপতি লিখেছেন, ‘আমি নবগঠিত কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে ‘মোহনবাগান রত্ন’ দেওয়ার জন্য। ১৯৯১ সাল থেকে আমার সাধ্যমতো যতদিন পেরেছি, যতটা পেরেছি, মাতৃসম মোহনবাগান ক্লাবের সেবা করে এসেছি। অগণিত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের জানাই আমার আকণ্ঠ সবুজ-মেরুন ভালোবাসা। পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে সেই জন্মেও মোহনবাগানের সেবা করতে চাই। জয় মোহনবাগান।’

প্রতিবছর ২৯ জুলাই মোহনবাগান দিবসে এই সম্মান দেওয়া হয়। শনিবার কর্মসমিতির বৈঠকে মোহনবাগান রত্ন হিসেবে টুটু বোসের নাম জানানো হয়। বৈঠকের পর সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন। ‘মোহনবাগান রত্ন’ হিসেবে টুটু বোসের নাম প্রস্তাব করেন সভাপতি দেবাশিস দত্ত। পরের বছর দেওয়া হবে প্রয়াত অঞ্জন মিত্রকে। কমিটি এই প্রস্তাবে সমর্থন করে।

উল্লেখ্য, মোহনবাগান ক্লাবে টুটু বোসের অবদান নতুন করে বলার নয়। ১৯৯১ সালে প্রথমবার তিনি মোহনবাগান ক্লাবের সচিব হন। ১৯৯৫ সাল পর্যন্ত ছিলেন ক্লাবের সচিব ছিলেন টুটু বোস। তারপর ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন সভাপতি। সচিবের দায়িত্ব তখন বন্ধু অঞ্জন মিত্রর কাঁধে। পরে ২০১৮ থেকে ২০২০-র জানুয়ারি পর্যন্ত ফের সচিব হন। আর ২০২০-২২ ও ২০২২-২০২৫, দুই দফায় ফের ক্লাব সভাপতি হন। টুটু বোসের আমলে মোহনবাগান ক্লাবে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশি প্লেয়ার সই করানো, ব্যালট পেপারে ভোট দেওয়ার পদ্ধতি থেকে ২০২০ সালে আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধা। সবেতেই পথ প্রদর্শক তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *