সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মৃত্যুর পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সময় চলে গেলেও এই শোক সহজে ভোলার নয়। ভালোবাসার মানুষ পরীর কথা বারবার মনে পড়ছে শেফালির স্বামী পরাগের। প্রয়াত স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার পোস্ট করলেন তিনি ইনস্টাগ্রামে। সেই পোস্টে শুরু থেকে শেষ অবধি ফুটে উঠেছে পরিষ্কারভাবে স্বজন হারানোর বেদনা। না ফেরার দেশে রওনা দেওয়ার পর শেফালিকে দ্বিতীয় খোলা চিঠিতে কী লিখলেন পরাগ?
রবিবার নিজের ইনস্টাগ্রামে শেফালির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে পরাগ লেখেন, ‘আমার পরী তোমাকে সবসময় মনে পড়ে। মনে হয় যেন তুমি আমার সঙ্গেই আছ। তোমাকে সারাজীবন ভালোবাসবো। আমার গুন্ডি, আমার সারাজীবনের ভালোবাসা, তোমাকে খুব মনে পড়ে। যেখানে আছ শান্তিতে থাকো, ভালো থাকো।’ মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন শেফালি। কাঁটা লাগা গার্ল’- এর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ফিল্মি দুনিয়া থেকে তাঁর অনুরাগী সকলেই। আচমকা মডেল-অভিনেত্রী শেফালির মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর স্বামী পরাগ ত্যাগী। স্ত্রীর মৃত্যুর পরের দিন সকালে পোষ্য সারমেয়কে নিয়ে বাইরে বেরোতেই খানিক কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
View this submit on Instagram
এর আগে শেফালিকে নিয়ে পরাগ তাঁর প্রথম পোস্টে লিখেছিলেন, ‘আমার পরি। চিরন্তন, চিরসবুজ ‘কাঁটা লাগা’ গার্ল। তোমার চোখে যা দেখা যেত তার থেকেও তোমার মধ্যে অনেক বেশি গুণ ছিল। তোমার কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, তোমার জীবনদর্শন ছিল সত্যিই প্রশংসনীয়। পেশাগত জীবনেই শুধু নয় তুমি ব্যক্তি শেফালি হিসাবেও ভীষণ ভালো মানুষ ছিল। কত সহজেই সবাইকে আপন করে নিত। সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। মায়া মমতায় জড়িয়ে রাখত সবাইকে ঠিক মায়ের মতোই। শেফালি সবসময় মনের মাঝে থাকবে স্মৃতি হয়ে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। তোমার জন্য আমার সেই চিরন্তন ভালোবাসাই থাকবে আজীবন।’