সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, যশ-নুসরতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। সত্যিই কি তারকাজুটির ‘আড়ি’? কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তারকাজুটি একে-অপরের ছবিতে ‘লাইক’ দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না। এমন আবহেই নুসরত জাহানের ইনস্টা স্টোরিতে উঁকি দিয়ে দেখা গেল একাধিক জীবনদর্শনমূলক পোস্ট। সেখানেই একটি পোস্টে উল্লেখ, ‘পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্তও বদলে যায়।’
গত বুধবার সকাল থেকেই তারকাজুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নাকি একে-অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না, নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত। সেই জল্পনাযজ্ঞে আবার ঘৃতাহূতি দেয় তাঁদের আলাদা ঘুরতে যাওয়ার খবর। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। শৈলশহর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন যে, তিনি বেশ ছুটি উপভোগ করছেন। আর যশ তাঁর প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে। কিন্তু এমন আবহেই মাঝেমধ্যে অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মনখারাপের আভাস। সেখানে কখনও মাতৃত্বের পাঠ দেওয়া পোস্ট শেয়ার করেন আবার কখনও বা তাঁর পোস্টে থাকে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা। বুধবার আরও একবার তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করা আধ্যাত্মক ভিডিওতে ফুটে উঠেছে, মানুষের সিদ্ধান্ত নেওয়ার মনস্তত্ত্বিক পাঠ। যেখানে এক ধর্মগুরুকে বলতে শোনা যায়, “মানুষও পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়। তবে ঘিয়ে মাছি পড়লে তখন কিন্তু সিদ্ধান্ত বদলে যায়। তখন আর ঘি ফেলে দেয় না মানুষ, তার পরিবর্তে মাছিটাকেই উঠিয়ে ফেলে দেয়।” মুহুর্মুহু নুসরতের এহেন জীবনদর্শনমূলক পোস্টে নেটপাড়াতেও শোরগোল। অনুরাগীরা যখন ঝড় শান্ত হওয়ার অপেক্ষায়, তখন একাংশ প্রশ্ন তুলেছে, ‘তাহলে কি যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর বিচ্ছেদ আসন্ন?’

দিন কয়েক আগেও গীতার বাণী শেয়ার করেছিলেন নুসরত জাহান। যেখানে লেখাছিল- ‘সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘সকল ধর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো’। সেই পোস্টেই সংযোজন, ‘যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে সেখানে সমপর্ণ করো। এটা জীবনে শান্তি আর স্বাধীনতা এনে দেয়।’ যাবতীয় বিষয় ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে একাংশের অনুমান, তারকাজুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। তাঁদের রসায়ন আর আগের মতো নেই! আদৌ কি তাই? জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন যশ দাশগুপ্ত। অভিনেতা জানিয়েছিলেন, ভুয়ো খবর ঘুরছে। সবটাই গুজব। যশের দাবি, নুসরত জাহানের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তাঁর। ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার বিষয়টি নিয়ে যশ জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না। আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, “কেন নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।” যদিও শোরগোল হওয়ার পর দুজনেই একে-অপরের ঘুরতে যাওয়ার ছবিতে ‘লাইক’ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন