পরনে বাঁধনি প্রিন্টের কাঁধ খোলা কালো পোশাক, পুরুষমনে ‘জাহ্নবী ঝড়’!

পরনে বাঁধনি প্রিন্টের কাঁধ খোলা কালো পোশাক, পুরুষমনে ‘জাহ্নবী ঝড়’!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি থেকে নেমে দ্রুত গতিতে লাস্যময়ীর মার্জার সরণিতে প্রবেশ। তাঁকে ঘিরে ছবিশিকারীদের ভিড়।

Janhvi Kapoor
সৌজন্য়ে: FILMYGYAN

লাস্যময়ীর পরনে কাঁধখোলা কালো পোশাক। কালো পোশাকে বাঁধনি প্রিন্ট।

Janhvi Kapoor
সৌজন্য়ে: FILMYGYAN

বডিকনের উরু পর্যন্ত চেরা। তার উপরে চাপানো লম্বা জ্যাকেট।

সৌজন্য়ে: FILMYGYAN

জ্যাকেটটি মার্জার সরণিতে দাঁড়িয়েই খুলে ফেললেন তিনি। জাহ্নবীকে নয়া অবতারে দেখে পুরুষমনে ঝড়। মুগ্ধ প্রায় সকলেই।

সৌজন্য়ে: FILMYGYAN

তবে নিন্দুকদের তো অভাব নেই। তাই কেউ কেউ আবার চুলচেরা বিশ্লেষণ করে জাহ্নবীর বেশ কিছু ভুলও ধরেছেন। সাজপোশাকে দশে দশ পেলেও, এত তাড়াহুড়ো করে মার্জার সরণিতে হাঁটা নিয়ে প্রবল আপত্তি রয়েছে অনেকের।

সৌজন্য়ে: FILMYGYAN

কেউ কেউ সমালোচনার সুরে লিখেছেন, “মনে হচ্ছে খুব তাড়া রয়েছে।” আবার ক্যামেরা হাতে ছবিশিকারীদের ভিড়ের যে থিম মার্জার সরণিতে ছিল, তা নিয়ে নাক বেঁকাচ্ছেন অনেকে। সমালোচকদের মতে, জাহ্নবীর চেয়ে যোগ্য মডেল রয়েছেন। তাই তাঁর পিছনে ছবিশিকারীদের দৌড় নেপোটিজমকেই যেন তুলে ধরে। তবে যে যাই বলুন না কেন, জাহ্নবীর অনুরাগীরা তাঁর নেশায় বুঁদ। হাঁটা, পোশাক – সবকিছু বেশ মানানসই বলেই দাবি অনুরাগীদের।

দিনকয়েক আগে খুশি কাপুরের ‘বোল্ড’ ছবি দেখে দরাজ সার্টিফিকেট দেন জাহ্নবী। সোনালি গাউন পরা ছবির আগুনে পোড়ে নেটপাড়া। বছর দুয়েক আগেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। সম্প্রতি ইব্রাহিম আলি খানের বিপরীতে ‘নাদানিয়া’ সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবীর ছোট মেয়ে। ওই ছবি দেখে দিদি জাহ্নবী কাপুর খুশিতে ডগমগ। বলছিলেন, “আমার মতে, তোর মতো কেউ নেই।” এবার জাহ্নবীর রূপের ছটায় মুগ্ধ পুরুষমন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *