শান্তনু কর, জলপাইগুড়ি: বাড়ির অদূরে উদ্ধার হল স্থানীয় মিষ্টির দোকানের এক কর্মীর মৃতদেহ। মৃত ব্যক্তির নাম অমল রায়। তাঁর গলার নলি কাটা ছিল বলে প্রাথমিকভাবে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। পরকীয়ার জেরে খুন? সেই প্রশ্নও উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল রায় ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা। এলাকারই একটি মিষ্টির দোকানে তিনি কাজ করতেন। প্রতিদিনই দোকান বন্ধ করে রাত ১০টা-১১টা নাগাদ বাড়ি ফিরতেন বলে খবর। আজ, বুধবার সকালে ওই ব্যক্তির বাড়ির সামান্য দূরে একটি নয়ানজুলিতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। দেখা যায়, ওই ব্যক্তির গলার নলি কাটা। নলি কেটেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু কেন খুন হলেন ওই ব্যক্তি? গতকাল, মঙ্গলবার রাতে কখন তিনি বাড়ি ফিরেছিলেন? রাতে বাড়ি ফিরলে কখন তিনি তারপর বেরিয়েছিলেন? বাড়ির লোকজন এই খুনের সঙ্গে জড়িত কি? একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ মৃত ব্যক্তির স্ত্রী ও অন্যান্যদের জেরা করছে। পরকীয়ার জেরে কি এই খুন? সেই প্রশ্নও উঠেছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।