সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক ধরেই সংবাদমাধ্যমের কাছে সুপারস্টার ভাইয়ের বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করেছেন ফয়জল খান। সিনে ইন্ডাস্ট্রিতে যদিও আমির খানের ভাই বলেই তিনি পরিচিত। নয়ের দশকে একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন, তবে সেভাবে লাইমলাইট কাড়তে পারেননি ফয়জল। যার জন্যে অবশ্য অহরাত্রি ভাই আমির খানকেই দোষারোপ করেন ‘প্রাক্তন’ অভিনেতা। এবার সাংবাদিক বৈঠক করে নিজের পরিবারের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করলেন ফয়জল খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন ফয়জল খান। তাঁর দাবি, ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগি, মানসিক ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে একবছর আমির তাঁকে ঘরবন্দি করে রাখেন। সেসময়ে কেড়ে নেওয়া হয়েছিল তাঁর মোবাইল। বাড়ির বাইরে পা রাখার অনুমতিও ছিল না ফয়জলের! ঘরের বাইরে সবসময়ে দেহরক্ষীরা থাকত এবং নানারকমের ওষুধ খাওয়ানো হত তাঁকে। সত্যিই কি আমির খান তাঁর ভাইয়ের উপর এহেন অত্যাচার করেছেন? ফয়জলের বিস্ফোরক অভিযোগ নিয়ে যখন তোলপাড় বলিপাড়া, তখন এক বিবৃতি জারি করে ফয়জলের মানসিক অবস্থার কথা তুলে ধরেন তাঁর পরিবার। সকলেই একযোগে “ফয়জলের দাবিকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভীষণ কষ্টদায়ক” বলে ব্যাখ্যা করেন। সেই বিবৃতিতে সই ছিল- রিনা দত্ত, জুনেইদ খান, ইরা খান, ফরহাত দত্ত, রাজিব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান-সহ গোটা পরিবারের সদস্যদের। এবার ফয়জল খান পালটা সাংবাদিক বৈঠক করে গোটা পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। শুধু তাই নয়, এবারেও ভাই আমিরের বিরুদ্ধে খড়্গহস্ত তিনি। বিস্ফোরক অভিযোগ এনেছেন।
ওই সাংবাদিক বৈঠকেই ফয়জল খান রীতিমতো বোমা ফাটালেন! তাঁর মন্তব্য, “আমার পরিবার আমাকে বিয়ে করার কথা বলেছিল। কারণ তখন আমির-রিনার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির পরকীয়ায় জড়িয়েছিলেন। জেসিকা নামে জনৈক সাংবাদিকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অভিনেতার। তাঁদের এক অবৈধ সন্তানও রয়েছে।” প্রসঙ্গত, জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় একসময়ে বেশ গুঞ্জন শুরু হয়েছিল। সেসময়ে এও শোনা যায় যে, তাঁদের এক সন্তান রয়েছে। যদিও আমির কিংবা জেসিকা কেউই কোনওদিন ক্যামেরার সামনে এসে কোনও কথা বলেননি। তবে এবার সেই রটনাতেই সিলমোহর বসানোর উপক্রম করলেন ফয়জল খান।
View this publish on Instagram
প্রসঙ্গত, আমির খানের সঙ্গে ফয়জলের বিরোধের খবর এই নতুন নয়! বছরখানেক আগেও আমিরের বিরুদ্ধে ‘অত্যাচার’ করার অভিযোগ তোলেন ফয়জল খান। সম্প্রতি এক বলিউড মাধ্যমের সাক্ষাৎকারে ফয়জল জানান, গৃহবন্দি থাকাকালীন তাঁর মনে হয়েছিল তিনি যেন কোনও চক্রবুহ্যে আটকে পড়েছেন। ভেবেছিলেন, কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন? তবে ২০০০ সালে ‘মেলা’ সিনেমায় আমির-ফয়জলকে একফ্রেমে দেখা গিয়েছিল। ফয়জলের অভিনয় কেরিয়ারের শুরুও আমিরের ছবি দিয়েই। সেটা ছিল ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমাটি। এবার আপন ভাইয়ের বিরুদ্ধেই আরও বিস্ফোরক ফয়জল।