পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অরিজিৎ সিং, মমতা শংকর, তালিকায় বাংলার ৯

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অরিজিৎ সিং, মমতা শংকর, তালিকায় বাংলার ৯

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় দেখা গেল একাধিক বাঙালির নাম। সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতা শংকর, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়-সহ বাংলার মোট ৯ জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন।

শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এবার পদ্মশ্রী প্রাপকদের নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে মোট ৭ জনকে। পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে ১৯ জনকে এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন। এই ১৩১ জনের তালিকাতেই জায়গা করে নিয়েছেন গানের সুরে গোটা ভারতের হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলার ছেলে অরিজিৎ সিং। পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর। এছাড়াও হাবড়ার বাসিন্দা প্রবাদপ্রতিম ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাস। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। দেশের অন্যতম সম্মানের এই পুরস্কার পাচ্ছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

এছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে আসা স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মান দিচ্ছে কেন্দ্র।

এছাড়াও জাপানের ওসামু সুজুকি, বিহারের শারদা সিনহা পাচ্ছেন পদ্মবিভূষণ। পদ্মভূষণ পেয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, হকি তারকা পিআর শ্রিজেশ-সহ ১৯ জন। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন  শতায়ু স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সারদেসাই। দিল্লির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা.নীরজা ভাটলা। পদ্মশ্রী পাচ্ছেন, হরিয়ানার ‘কাঠিয়ালের একলব্য’ নামে পরিচিত দিব্যাঙ্গ তীরন্দাজ হরবিন্দর সিং। ২০২৪ প্যারা অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছেন তিনি। তালিকায় নাম রয়েছে ভোজপুরের সমাজকর্মী ভীম সিং ভাবেশের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *