পদপিষ্ট কাণ্ডের ৩ মাস পরই বড় সিদ্ধান্ত, বেঙ্গালুরুতে হচ্ছে নতুন স্টেডিয়াম, খরচ কত কোটি?

পদপিষ্ট কাণ্ডের ৩ মাস পরই বড় সিদ্ধান্ত, বেঙ্গালুরুতে হচ্ছে নতুন স্টেডিয়াম, খরচ কত কোটি?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থেকেছে পুরো দুনিয়া। কোহলিদের সেলিব্রেশনে যোগ দিতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটেছিল ১১ জনের। আহত হয়েছিলেন বহু। তার তিনমাসের মধ্যেই বড় সিদ্ধান্ত কর্নাটক সরকারের। এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

বোম্মাসান্দ্ররার সূর্য সিটির স্পোর্টস কমপ্লেক্সে এই স্টেডিয়াম তৈরির জন্য ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ৮০ হাজার দর্শকাসনের হবে এই স্টেডিয়াম। অর্থাৎ, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পর এটা হতে চলেছে ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। বেঙ্গালুরুর দক্ষিণ দিকে ইতিমধ্যেই ১০০ একর জমি সরকার থেকে কর্নাটক হাউসিং বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে শুধু ক্রিকেট নয়, ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট ৮ ধরনের খেলাধুলোর জায়গা থাকছে। জাতীয় ক্রীড়া অ্যাকাডেমিকেও এই স্টেডিয়ামের অধীনে নিয়ে আসা হবে।

অন্যদিকে চিন্নাস্বামী স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৩৩ হাজার। কোহলিদের আইপিএল জয়ের সেলিব্রেশনে সেখানে দু’তিন লক্ষের বেশি মানুষ প্রবেশের চেষ্টা করেছিলেন। তার ফলে স্টেডিয়ামের ছোট দরজা ভেঙে যায়। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, মেলেনি অ্যাম্বুল্যান্স, ছিল না ন্যূনতম ব্যবস্থাপনা। পর্যাপ্ত পুলিশ না থাকায় ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। আবার আহতদের দ্রুত হাসপাতালে পৌছে দেওয়ার মতো অ্যাম্বুল্যান্সও ছিল না। সেসব থেকে শিক্ষা নিয়েই আরও বেশি দর্শকাসনের স্টেডিয়াম বানানোর পরিকল্পনা সিদ্দারামাইয়া সরকারের।

উল্লেখ্য, শুধু কর্নাটক সরকার নয়। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে টক্কর দিতে আরও দুটি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছিল। তার মধ্যে একটি মুম্বইয়ে এমসিএ-র অধীনে। অন্যটি অন্ধ্র প্রদেশে। অমরাবতীতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়তে চলেছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *