পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ, হাসপাতালে সংকটজনক ‘ইন্ডিয়ান আইডল ১২’ বিজেতা

পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ, হাসপাতালে সংকটজনক ‘ইন্ডিয়ান আইডল ১২’ বিজেতা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন। সোমবার ভোররাতে আহমেদাবাদে পথ দুর্ঘটনার শিকার হন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, বর্তমানে আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি গায়ক। গত ২৭ এপ্রিলই জন্মদিন উদযাপন করেছেন তিনি, আর তার দিন কয়েকের ব্যবধানেই এমন দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন অনুরাগীরা।

‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’- এর বিজেতা হিসেবেই খ্যাতির শিরোনামে পৌঁছন পবনদীপ রাজন। গানের রিয়ালিটি শোয়ে তাঁর সুরেলা কণ্ঠের মুর্চ্ছনায় মেতেছিল কাশ্মীর টু কন্যাকুমারী। সেই পবনদীপের সংকটজনক শারীরিক পরিস্থিতির খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর ৩.৪০ নাগাদ আহমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে? কিংবা ওই গাড়িতে পবনদীপের সঙ্গে আর কেউ ছিলেন কিনা? সেসব এখনও জানা যায়নি।
হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিও থেকেই গায়কের দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানেই দেখা গিয়েছে, পবনদীপ রাজনের চোট বেশ গুরুতর। হাসপাতালের বিছানায় অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গায়কের ডান হাত এবং বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে। যদিও পবনের টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

 
 
 
 
 
View this submit on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sufiyan Pasha (@sufiyanpasha114)

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা। গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ। উত্তরাখন্ডের এক ছোট্ট গ্রাম। চম্পাওয়াত। সেখানে বসেই পবনদীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। আর সেই স্বপ্ন নিয়েই তাঁর পথচলা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *