বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেই মান্যতা দিল ইন্ডিয়া জোট। শনিবার জোটের বৈঠকে সংসদের বাদল অধিবেশনে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার পরপরই সোচ্চার হোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে তা নিয়েও ইন্ডিয়া জোট সরব হবে বলে জানা গিয়েছে।
ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম সোচ্চার হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের পর বাংলায় এই সংশোধনের মধ্য দিয়ে রাজ্যের ন্যায্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বহু মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার সংসদের বাদল অধিবেশনে মমতার তোলা অভিযোগ নিয়ে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোটে শরিকরা। শনিবার রাতে ভারচুয়াল বৈঠকে জোটের ২৪ দলের শীর্ষনেতৃত্ব অংশ নেন। তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কংগ্রেসের পক্ষে সোনিয়া ও রাহুল গান্ধী, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এনসিপি (এসপি)র শরদ পাওয়ার, ঝাড়খন্ড ও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং ওমর আবদুল্লা, আরজেডির তেজস্বী যাদব, সিপিএমের এম অ বেবি সহ বাম ও শরিক দলের শীর্ষনেতৃত্ব।
কংগ্রেস সাংসদ প্রমোদ তেওয়ারি জানান, মূলত পাঁচটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। তারমধ্যে অন্যতম অপারেশন সিঁদুর ও পরবর্তী বিদেশ নীতিতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, ভোটার তালিকা সংশোধনের নামে কীভাবে কেন্দ্র এনআরসি করছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। ভোটার তালিকা সংশোধনী নিয়ে কেন্দ্রের বিবৃতি দাবির পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের একের পর এক দাবির পরেও কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন ইন্ডিয়া জোটের তরফে তাও জানতে চাওয়া হবে। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে ২৪ দলের তরফে সোচ্চার হওয়ার পক্ষে সহমত হওয়া গিয়েছে বলে জানান তেওয়ারি। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে মহিলা ও দলিতদের ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে তা নিয়ে সরকারকে চেপে ধরার পরিকল্পনা করা হয়েছে। এদিন ভারচুয়াল বৈঠক হলেও কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া জোটের শীর্ষনেতৃত্ব মুখোমুখি বৈঠকে বসবেন বলেও জানান তিনি।