পথকুকুর নিয়ে সুপ্রিম রায়কে সমর্থন, ফের বিতর্কিত মন্তব্য পরিচালক রামগোপালের

পথকুকুর নিয়ে সুপ্রিম রায়কে সমর্থন, ফের বিতর্কিত মন্তব্য পরিচালক রামগোপালের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাজপথ থেকে পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে অন্যত্র। এই রায় শোনার পর থেকে সারা দেশ উত্তাল। এমনকি আমজনতার পাশাপাশি নিন্দায় মুখর হয়েছেন বিনোদুনিয়ার একাধিক ব্যাক্তিত্ব।  তখনই অসংবেদনশীল মন্তব্য পেশ করে বিতর্কের মুখে পড়লেন বিশিষ্ট পরিচালক রামগোপাল বর্মা।

নিজের এক্স হ্যান্ডলে কয়েকটি কারণ তুলে ধরে পরিচালক বলেছেন, ‘শীর্ষ আদালতের রায় এক্ষেত্রে শিরোধার্য। এতে কোনও ভুল নেই। যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারে সঠিক। একইসঙ্গে তিনি পশুপ্রেমীদের কটাক্ষ করে তিনি বলেছেন, “মানুষ যখন রাস্তার কুকুর দ্বারা আহত ও আক্রান্ত হয় তখন পশুপ্রেমীরা সারমেয়দের বেঁচে থাকার অধিকার নিয়ে সোচ্চার হন। বাড়িতে পোষ্য রাখার বিষয়টা মেনে নেওয়া যায়। কিন্তু পথকুকুরদের দ্বারা আক্রান্তদের কথা ভাবা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই।’

 

তিনি আরও বলেন, ‘ধনী ব্যক্তিরা বাড়িতে বিদেশি কুকুর পোষেন অথচ যাঁদের সামর্থ্য নেই, যাঁরা দরিদ্র তাঁরা পথকুকুরের কামড় খেয়ে মারা যান। এভাবেই দু’টি শ্রেণির মধ্যে বৈষম্য গড়ে ওঠে। যা কখনই তুলে ধরা হয় না। যদি একজন ব্যক্তি একটি কুকুরকে হওয়া করেন তবে তা খুন বলে ধরে নেওয়া হয় অথচ যখন একটি পথকুকুরের কামর খেয়ে কোনও ব্যক্তি মারা যান তখন কারও তাতে কিছু এসে যায় না।’ একইসঙ্গে তিনি আরও বলেন জে সবার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে একথা কখনই অস্বিকার করছি না। কিন্তু তা কখনই কোনও মানুষের জীবনের মূল্যের বিনিময়ে যেন না হয় তা খেয়াল রাখা জরুরী।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *