সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুরকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তার বন্ধুর করা ভিডিওর সূত্রেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সাহায্য করল পুলিশকে। এমনই এক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের লখনউ। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সোনু বিশ্বকর্মা। বছর চব্বিশের সেই যুবক লখনউয়ের বাসিন্দা। ঠিক কী অভিযোগ তার বিরুদ্ধে? ‘আসরা’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি চারু খারের দাবি, গত ৭ আগস্ট খাবারের লোভ দেখিয়ে মাঝরাস্তায় সে ধর্ষণ করে এক পথকুকুরকে। যদিও পথচারীরা এই পাশবিক কাজের তীব্র প্রতিবাদ করেন। শেষপর্যন্ত সকলের কাছে বাধা পেয়ে নিজের ঘৃণ্য কাজ বন্ধ করে সোনু, এমনই দাবি।
তবে তার এক বন্ধু পুরো ঘটনাটাই ভিডিও করেছিল হাতে থাকা মোবাইলে। পরে সেই ভিডিওই ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ক্ষোভের সঞ্চার করে। এদিকে চারু খারের সংস্থা পুলিশে অভিযোগ দায়ের করে। গোমতীনগরের পুলিশ তদন্তে নামলে তাদের সাহায্য করে ওই ভিডিও। যার সূত্রেই শেষপর্যন্ত পুলিশ সন্ধান পায় সোনুর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে।