‘পতি পত্নী ২’-এর সেটে ধুন্ধুমার, সারার সঙ্গে আয়ুষ্মানের তুমুল ঝগড়া, আক্রান্ত কলাকুশলীরাও!

‘পতি পত্নী ২’-এর সেটে ধুন্ধুমার, সারার সঙ্গে আয়ুষ্মানের তুমুল ঝগড়া, আক্রান্ত কলাকুশলীরাও!

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পতি পত্নী অউর ওহ’ ছবির সিক্যুয়েলের শুটিং চলছিল প্রয়াগরাজে। আর সেই সিনেমার সেটেই কিনা ধুন্ধুমার পরিস্থিতি। সেট থেকে বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল অনভিপ্রেত ঘটনার ঝলক। কখনও সারা আলি খানের সঙ্গে আয়ুষ্মান খুরানাকে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেল। আবার আরেক ভিডিওতে ফাঁস হল, স্থানীয়দের হাতে কলাকুশলীদের আক্রান্ত হওয়ার ঘটনা। সব মিলিয়ে চর্চার শিরোনামে সারা-আয়ুষ্মানের নতুন ছবি।

এলাহাবাদের আউটডোর শুটিংয়ে ঠিক কী ঘটেছে? যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে বলিউড মাধ্যম সূত্রে খবর, আদতেই শুটে ঝামেলা বেঁধেছে। এক ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন সেখানকার স্থানীয় মানুষেরা। আচমকাই কাজের মাঝে পরিচালক এবং বেশ কজন কলাকুশলীদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। এরপর শুরু হয় হাতাহাতি। কেউ কলার ধরে চড়-থাপ্পড় শুরু করেন, আবার কেউ বা চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে গাড়ি থেকে নামিয়ে এক কলাকুশলীকে মারধর শুরু করেন। পাশ থেকে কজন সেই ঝামেলা থামানোর চেষ্টা করছিলেন বটে, তবে তাতে লাভ কিছুই হয়নি।

Fight During Shooting of Pati Patni aur Wo 2
byu/bollyfanboi inBollyBlindsNGossip

আরেকটি ভিডিওতে দেখা গেল, আয়ুষ্মানের সঙ্গে একই গাড়িতে বসে সারা আলি খান। তবে দুজনের মধ্যে কোনও বিষয়ে বাকবিতণ্ডা শুরু হয়েছে। ব্যঙ্গাত্মকভাবে নবাবকন্যাকে জবাব দিচ্ছেন অভিনেতা। যা দেখে মেজাজ হারিয়ে সেখান থেকে বেরিয়ে যান সারা। যদিও ভিডিওটি শুটিংয়ের অংশ বলেই দাবি একাংশের।

Wifey Patni Sara Angry with Her in Pati Patni aur wo 2 Shooting
byu/bollyfanboi inBollyBlindsNGossip

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিটি মুক্তি পেয়েছিল। যে সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেন দুই নায়িকা- অনন্যা পাণ্ডে এবং ভূমি পেড়নেকর। এবার সেই সিনেমার সিক্যুয়েলেই আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খানোর সঙ্গে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *